সংস্কৃতিমন্ত্রক
ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় আগামী ২৫ মার্চ, ২০২২ 'আলপনা' নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে
প্রখ্যাত শিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেইজের শিল্পকর্ম প্রদর্শিত হবে
Posted On:
24 DEC 2021 12:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২১
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রথম প্রদর্শনী ' ঘরে বাইরে' ব্যাপকভাবে সমাদৃত হওয়ার পর এবার কলকাতায় ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে 'আলপনা' নামে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৫ মার্চ, ২০২২-এ ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে এই প্রদর্শনী হবে।
প্রখ্যাত চিত্রশিল্পী এবং ভাস্কর রামকিঙ্কর বেইজের শিল্পকর্ম নিয়ে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট একটি প্রদর্শনীর করার প্রস্তাব দেয়। যে প্রদর্শনীর 'ভাবনা' হচ্ছে, গ্রাম বাংলার দৈনিন্দন জীবন। যেমন, কোন কৃষকের সারাদিন হাড়ভাঙা খাটুনি করে গৃহে ফেরা, গোধূলির সময় গবাদিপশুর ঘরে ফেরা অথবা কারখানার শ্রমিকরা বিশ্রামের সময় একে অপরের মধ্যে হালকা আড্ডা দিচ্ছে প্রকৃতি। এই প্রদর্শনীতে ভাস্কর্য, স্কেচ, জল রং এবং ক্যানভাসের ওপর তৈলচিত্র থাকবে।
প্রদর্শনীতে মূল বিষয়বস্তু কে প্রাধান্য দেওয়ার জন্য বিশিষ্ট শিল্পী এবং ভাস্কর্যের শিল্পকর্ম প্রদর্শিত হবে। দর্শকরা বাংলার শিল্পীদের হাতের তৈরি কারুকাজ পরিলক্ষিত করবেন। এই প্রদর্শনীতে পটুয়া এবং কালীঘাটের নিজস্ব ঘরানার ছবি থেকে শুরু করে শান্তিনিকেতনের বিভিন্ন ধরনের চিত্রকলা থাকবে। বাংলার আদিবাসী শিল্পের উপস্থাপনাও করা হবে।
CG/SB
(Release ID: 1784874)
Visitor Counter : 157