নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

মানব পাচারের শিকার থেকে রক্ষা পাওয়াদের জন্য নির্ভয়া তহবিল

Posted On: 22 DEC 2021 1:43PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২২ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ২০২০ সালের ৬ জুলাই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে মানব পাচার প্রতিরোধ এবং মোকাবিলায় একটি ‘পরামর্শ’ জারি করে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক গত বছর ২৩ অক্টোবর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে মানব পাচার প্রতিরোধ ও মোকাবিলা করার জন্য এবং সচেতনতা তৈরির উদ্দেশ্যে পরামর্শ দেয়। 
 
পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের হাতে। দেশের সংবিধানের সপ্তম তফসিলের আওতায় এই ক্ষমতা দেওয়া হয়েছে। তাই আইনশৃঙ্খলা বজায় রাখা, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের তদন্ত ও বিচার সহ নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষার দায়িত্ব প্রাথমিকভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের হাতেই। রাজ্য সরকার আইনের বর্তমান ধারার আওতায় এই ধরনের অপরাধ মোকাবিলা করে থাকে।
 
সরকার ২০১৫ সালে পাচার ও বাণিজ্যিকভাবে যৌন শোষণের শিকার প্রকল্প (এনএএলএসএ) চালু করে। সব বয়সের নারী সহ পাচারের শিকার ব্যক্তিদের উদ্বেগ ও সমস্যা দূর করতেই আইনী পরিষেবা প্রদান করা এবং উদ্ধার ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। 
 
এছাড়াও প্রান্তিক মানুষের জন্য আর্থিক ও সামাজিক পথ প্রদান করার সুযোগ রয়েছে এই প্রকল্পের আওতায়। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক পাচার, প্রতিরোধ এবং সারা দেশে বাণিজ্যিক যৌন শোষণের জন্য পাচারের শিকার হওয়া মহিলাদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য ‘উজ্জ্বলা’ প্রকল্প বাস্তবায়ন করেছে। রাজ্য সরকারগুলিকেও পাচারের সমস্যা রয়েছে এমন জেলাগুলিকে চিহ্নিত করে তার মোকাবিলায় অবিলম্বে গুরুত্ব দিতে বলা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে এই উজ্জ্বলা প্রকল্পের সাহায্য ও সমর্থন চাওয়ার জন্য প্রস্তাব পেশ করতে বলা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্যই হলো আশ্রয়, খাদ্য, বস্ত্র, আইনী সহায়তা এবং বৃত্তিমূলক পরিষেবা সহ প্রাথমিক সুযোগ সুবিধা/ প্রয়োজনগুলি মেটানো। পাশাপাশি দীর্ঘ ও স্বল্প মেয়াদী ভিত্তিতে পুনর্বাসিত মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সিআরপিসি বিধির ৩৫৭এ ধারা অনুসারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সম্পর্কে অবহিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক নির্ভয়া তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য ২০০ কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মানব পাচার সহ বিভিন্ন অপরাধের শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকে এই তহবিল থেকে। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।
 
CG/SS/SKD/

(Release ID: 1784426) Visitor Counter : 200


Read this release in: English , Urdu , Tamil