সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় সড়কের ধারে বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং স্টেশন

Posted On: 22 DEC 2021 2:49PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২২ ডিসেম্বর, ২০২১
 
গত দু বছরে বৈদ্যুতিক যানবাহন সংক্রান্ত বিষয় এবং বিকল্প জ্বালানি ব্যবহারের জন্য সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
 
চলতি বছরের দোসরা আগস্ট সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পুনর্নবীকরণের ক্ষেত্রে ব্যাটারি চালিত যানবাহনের ফি প্রদান থেকে অব্যাহতি দিয়েছে।
 
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক চলতি বছরের ১২ আগস্ট সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ব্যাটারি ছাড়া বৈদ্যুতিক যানবাহন বিক্রি এবং নাম নথিভুক্তিকরণ বিষয় সংক্রান্ত একটি অ্যাডভাইজরি বা পরামর্শ জারি করেছে। 
 
ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) পথের ধারে সুযোগ সুবিধা তৈরির অঙ্গ হিসেবে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন গড়ে তোলার অনুমতি দিয়েছে। জাতীয় মহাসড়ক কর্তকৃপক্ষ ইতিমধ্যেই এই ধরনের ৩৯টি সংস্থাকে ছাড় পত্র দিয়েছে। ১০৩টি স্থানে এই সুবিধা কেন্দ্র গড়ে তোলার জন্য নিলাম প্রক্রিয়া চলছে। ২০২২-২৩ অর্থ বর্ষের মধ্যে এগুলি তৈরির কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে। ফেম ইন্ডিয়া প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড ১৬ নম্বর জাতীয় সড়ক/ এক্সপ্রেসওয়ের ধারে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন গড়ে তোলার দায়িত্ব পেয়েছে। বিদ্যুৎ মন্ত্রক ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিকাঠামোর জন্য নির্দেশিকা এবং মানদণ্ড প্রকাশ করে। পরবর্তীতে ২০১৯ সালে পয়লা অক্টোবর এই নির্দেশিকায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি।
 
CG/SS/SKD/

(Release ID: 1784423)
Read this release in: English , Urdu , Tamil