কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষকদের প্রশিক্ষণ

Posted On: 21 DEC 2021 5:10PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২১ ডিসেম্বর, ২০২১
 
দেশে কৃষক-বান্ধব ব্যবস্থাপনার সম্প্রসারণে ২০০৫ সাল থেকে কেন্দ্রীয় সরকার পরিচালিত ‘আত্মা’ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৬৯১টি জেলায় এই প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় অনুদান ভিত্তিতে কৃষকদের বিভিন্ন প্রয়োজনে সাহায্য করা হয়ে থাকে। সর্বশেষ কৃষি প্রযুক্তি সম্পর্কে বোঝানো, ভালো চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এক্ষেত্রে রাজ্য সরকারগুলিকেও সাহায্য করা হয়। পাশাপাশি এই প্রকল্পের আওতায় কিষাণ মেলা, কৃষক সম্প্রদায়কে সংগঠিত করার কাজও করা হয়ে থাকে। 
 
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রামীণ যুবক এবং কৃষকদের কমপক্ষে ২০০ ঘণ্টা দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাপনা চালু করেছে। এই প্রশিক্ষণ সাধারণত জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান, রাজ্য ভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হয়। মূলত, মাশরুম উৎপাদন, মৌ মাছি পালন, ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা, খামারের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামত, জৈব চাষ, হাঁস-মুরগি ও পশু পালন, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 
 
২০১৫-১৬ সাল থেকে দেশে গ্রামীণ যুবকদের দক্ষতা প্রশিক্ষণে ‘সাব মিশন অন এগ্রিকালচার এক্সটেনশন’ (এসএমএই) চালু হয়েছে। ৭ দিনের স্বল্পমেদায়ী দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে। প্রতি ব্যাচে ১৫ জন প্রশিক্ষণ নিতে পারবেন। কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং রাজ্য কৃষি বিশ্ব বিদ্যালয় সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ যুবক, কৃষকদের কৃষি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়।
 
সরকার দেশে ৭২৭টি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমেও কৃষকদের দক্ষতা বিকাশের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এতে গ্রামীণ যুব ও মহিলা কৃষক সহ অন্যান্য কৃষকদের জ্ঞানের বিকাশ ঘটে। 
 
বিগত ৫ বছরে এই সমস্ত প্রকল্প চালানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২,৭৯৫.৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এতে প্রায় ২ কোটি ১০ লক্ষ ৫৯ হাজার ৭০৭ জন কৃষক উপকৃত হয়েছেন। এমনকি ‘আত্মা’ প্রকল্পের মাধ্যমে ৫৩ লক্ষ ১১ হাজার ২৭৪ জন মহিলা কৃষক উপকৃত হয়েছেন। 
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
 
CG/SS/SKD/

(Release ID: 1784047)
Read this release in: English , Urdu , Tamil