শিল্পওবাণিজ্যমন্ত্রক
তেলেঙ্গানা সহ দেশের কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে
प्रविष्टि तिथि:
21 DEC 2021 3:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ ডিসেম্বর, ২০২১
বাণিজ্য ও শিল্প, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, তেলেঙ্গানা থেকে ধান এবং চাল সংগ্রহ গত পাঁচ বছরে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যও বাড়ানো হয়েছে। এতে কৃষকরা চার থেকে পাঁচ গুণ লাভবান হয়েছেন। মন্ত্রী জানান, তেলেঙ্গানা সরকার গত বছরের রবি মরশুমে কৃষকদের উৎপাদিত ধান কিনতে এবং সরবরাহ করতে ব্যর্থ হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্য সরকার এফসিআই গোডাউনগুলিতে ২৭ লক্ষ টন ধান সরবরাহ করতে পারেনি। শ্রী গোয়েল বলেন, তেলেঙ্গানার কৃষকদের প্রতি বিশেষ নজর দিয়ে গত বছরের রবি মরশুমে উৎপাদিত অতিরিক্ত ২০ লক্ষ টন সিদ্ধ চাল কিনতে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বারংবার রাজ্য সরকারকে চাল সরবরাহের জন্য সময় দিয়েছে।
সিদ্ধ চাল কেনার প্রসঙ্গে শ্রী গোয়েল জানান, এফসিআই-এর কাছে চার বছরের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত চাল মজুত রয়েছে। মন্ত্রী আরও জানান, কাঁচা চাল কেনার ক্ষেত্রে কোনো সমস্যা না থাকলেও এফসিআই রাজ্যগুলি থেকে উল্লেখযোগ্যভাবে এই ধরণের চাল কেনা বাড়িয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানা সহ দেশের কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে চাল সরবরাহের জন্য রেক এবং গুদামজাত করে রাখার ক্ষেত্রে জায়গার কোনো অসুবিধা নেই। তিনি আরও জানান, কৃষকদের বিভ্রান্ত না করে তেলেঙ্গানা সরকারের উচিত রবি মরশুমের উৎপাদিত ধান দ্রুত এফসিআই গোডাউনে সরবরাহ করা।
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1784045)
आगंतुक पटल : 182