সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য প্রাক ম্যাট্রিক ও ম্যাট্রিক পরবর্তী বৃত্তির ব্যবস্থা
Posted On:
20 DEC 2021 3:35PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২০ ডিসেম্বর, ২০২১
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, মুসলিম, পার্শি ও শিখ সম্প্রদায়ের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষাগত দিক থেকে ক্ষমতায়ণের জন্য প্রাক ম্যাট্রিক ও ম্যাট্রিক পরবর্তী বৃত্তির ব্যবস্থা করে থাকে। ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ৫ কোটি ১০ লক্ষের বেশি বৃত্তি জাতীয় বৃত্তি পোর্টাল বা এনএসপি-র মাধ্যমে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে। এই অর্থ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। প্রকল্পে ৫২ শতাংশ সুবিধাভোগীই ছাত্রী।
২০১৮-১৯ থেকে ২০২০-২১ অর্থবর্ষের মধ্যে ৫২৫৩ কোটি ৩১ লক্ষ টাকা এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সুবিধাভোগীদের কাছে ৫১২৩ কোটি ৪ লক্ষ টাকা অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। এই সময়কালে এই প্রকল্পের সুবিধা পেতে ২ কোটি ৫৩ লক্ষ ৭৭ হাজার ৫৩৫ জন আবেদন করেছিল। এরমধ্যে ১ কোটি ৮৫ লক্ষ ৭৯ হাজার ৩৪৫ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নকভি।
CG/CB/NS
(Release ID: 1783673)
Visitor Counter : 129