প্রতিরক্ষামন্ত্রক
অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড
Posted On:
20 DEC 2021 3:03PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২০ ডিসেম্বর, ২০২১
অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির স্বায়ত্বশাসন, দক্ষতা ও নতুন সম্ভাবনা এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধীনে থাকা উৎপাদন কেন্দ্রগুলিকে পয়লা অক্টোবর থেকে ৭টি রাষ্ট্রায়ত্ব প্রতিরক্ষা সংস্থায় পরিণত করা হয়েছে। এগুলির আওতায় ৪১টি উৎপাদন কেন্দ্র রয়েছে।
এই উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে
১. খাড়কির অ্যামোনিশন ফ্যাক্টরি, আরুভান কাড়ুর করডিট ফ্যাক্টরি, তিরুচিরাপল্লীর হাই এনার্জি প্রজেক্টাইল ফ্যাক্টরি, খাড়কির হাই এক্সপ্লোসিভ ফ্যাক্টরি, ভান্ডারা, বোলাঙ্গির, চাঁদচন্দ্রপুর, দেহুরোড, ইটারসি, খামারিয়া, নালন্দা, বরানগাঁও-এর অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিকে গোলাবারুদ সংক্রান্ত সংস্থা মিউনিটিশন ইন্ডিয়া লিমিটেডের আওতায় আনা হয়েছে। নতুন এই সংস্থার সদর দপ্তর পুনের খাড়কিতে।
২. আভাড়ি-র ইঞ্জিন ফ্যাক্টরি ও হেভি ভেহিকেল ফ্যাক্টরি, অম্বেরনাথে মেশিন টুল প্রোটোটাইপ ফ্যাক্টরি, মেডকের অর্ডন্যান্স ফ্যাক্টরি, জব্বলপুরের ভেহিকেল ফ্যাক্টরিকে আরমার্ড ভেহিকেল্স নিগম লিমিটেডের আওতায় নিয়ে আসা হয়েছে। এই সংস্থার সদর দপ্তর চেন্নাইয়ের আভাড়িতে।
৩. কানপুরের ফিল্ড গান ফ্যাক্টরি, স্মল আর্মস ফ্যাক্টরি ও অর্ডন্যান্স ফ্যাক্টরি, জব্বলপুরের গান ক্যারেজ ফ্যাক্টরি, কাশীপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরি, কোরওয়ার এবং তিরুচিরাপল্লীর অর্ডন্যান্স ফ্যাক্টরি, ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিকে অ্যাডভান্সড উইপন্স অ্যান্ড ইক্যুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের অধীনে নিয়ে আসা হয়েছে। এই সংস্থার সদর দপ্তর কানপুরে।
৪. আভাড়ি ও শাজাহানপুরের অর্ডন্যান্স ক্লোদিং ফ্যাক্টরি, কানপুর ও হজরতপুরের অর্ডন্যান্স ইক্যুইপমেন্ট ফ্যাক্টরিকে ট্রুপ কমফোর্টস লিমিটেডের অধীনে নিয়ে আসা হয়েছে। এই সংস্থার সদর দপ্তরও কানপুরে।
৫. জব্বলপুরের গ্রে আয়রন ফাউন্ড্রি, ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, অম্বেরনাথ, আম্বাঝারি, ভুসাওয়াল, দমদম, কাটনি ও মুরাদ নগরের অর্ডন্যান্স ফ্যাক্টরিকে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অধীনে নিয়ে আসা হয়েছে। এই সংস্থার সদর দপ্তর নাগপুরে।
৬. চন্ডীগড় ও দেহরাদুনে অর্ডন্যান্স ফ্যাক্টরি এবং দেহরাদুনের অপ্টো ইলেক্ট্রনিক ফ্যাক্টরিকে ইন্ডিয়া অপটেল লিমিটেডের অধীনে নিয়ে আসা হয়েছে। এর সদর দপ্তর দেহরাদুন।
৭. কানপুরের অর্ডন্যান্স প্যারাশুট ফ্যাক্টরিকে গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেডের অধীনে নিয়ে আসা হয়েছে। এই সংস্থার সদর দপ্তর কানপুরে।
অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির এই সংস্কারের ফলে পেশাদার ব্যবস্থাপনা ও পরিচালন ব্যবস্থা এবং আরও আর্থিক স্বায়ত্বশাসন ও দায়বদ্ধতা গড়ে উঠবে। এর ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলি আরও বেশি উৎপাদনক্ষম ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
রাজ্যসভায় আজ শ্রীমতী অম্বিকা সোনীর এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট।
CG/CB/NS
(Release ID: 1783664)