প্রতিরক্ষামন্ত্রক

মিগ-২১ এয়ারক্রাফট্

Posted On: 20 DEC 2021 3:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর, ২০২১

 

ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণের জন্য তেজস’কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মিগ-২১ যুদ্ধ বিমানের পরিবর্তন হিসাবে তেজসকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৬৫৩ কোটি টাকা ব্যয়ে ২৪টি এলসিএ তেজস সরবরাহ করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার সঙ্গে হ্যাল-এর চুক্তি অনুযায়ী, মোট ১২৩টি তেজস যুদ্ধ বিমান তৈরি করা হবে। ভারতীয় প্রতিরক্ষা পরিষেবা/গ্রাহকের রপ্তানি চাহিদার উপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ে তেজস যুদ্ধ বিমান তৈরি নির্ভর করছে।

রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভাট। 

 

CG/SS/SB



(Release ID: 1783566) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Tamil