নারীওশিশুবিকাশমন্ত্রক
জুভেনাইল জাস্টিস আইনের অধীনে দত্তক নেওয়ার পদ্ধতি
Posted On:
17 DEC 2021 3:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে গত ৪ মার্চ, ২০২১ তারিখে ভারতে বিদেশী নাগরিক সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে ভারতীয় শিশুদের আন্ত দেশে দত্তক নেওয়ার ক্ষেত্রে অনাবাসী ভারতীয়দের সাথে সমতার বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে। জুভেনাইল জাস্টিস (কেয়ার এন্ড প্রটেকশন অফ চিল্ড্রেন) অ্যাক্ট, ২০১৫ 'র সংশোধনী প্রক্রিয়া চলাকালীন নারী ও শিশু বিকাশ মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছিল। যা পরে পরীক্ষা করা হয়েছিল। এই আইনটি বিজ্ঞপ্তি আকারে ২০২১ সালের ৯ আগস্ট বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছিল।
শিশু সুরক্ষা পরিষেবা প্রকল্পের আওতায় সরকার বর্তমান আর্থিক বছরে ৯০০ কোটি টাকা মঞ্জুর করেছে।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতি স্মৃতি যুবিন ইরানি এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1782879)