কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কৃষি ক্ষেত্রে আধুনিকীকরণ

Posted On: 17 DEC 2021 3:18PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ ডিসেম্বর, ২০২১
 
কৃষকদের চাষাবাদের বিষয়ে এবং কৃষি সরঞ্জামের ব্যবহারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ কৃষকদের সাহায্যের জন্য একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে। কৃষির আধুনিকীকরণ এবং কৃষি ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম, যন্ত্রপাতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্যান পালনের ক্ষেত্রে সুসংহত উন্নয়ন মিশনের আওতায় শাকসব্জি ও উদ্যান পালনজাত চাষাবাদের সুরক্ষায় ২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত ২ হাজার ৭৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনা – প্রতি জল বিন্দুতে আরও শস্য-এর আওতায় ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে জমিতে  জলের ব্যবহার বেড়েছে। এই প্রকল্পে ২০১৫-১৬ থেকে ২০২১-২২ পর্যন্ত ১৫২৮০.৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মডেল গ্রাম প্রকল্পের আওতায় ২০১৯-২০ সালে ১৯.৬৪ লক্ষ সয়েল হেল্থ কার্ড দেওয়া হয়েছে।
 
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষকদের সুবিধার জন্য একাধিক মোবাইল অ্যাপ তৈরি করেছে। এর সাহায্যে আবহাওয়া, বাজার মূল্য, চারা গাছের সুরক্ষা, বীজ, কীটনাশক, সার, কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, হিমঘর ইত্যাদি বিষয়ে নানান তথ্য জানা যাচ্ছে। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ (আইসিএআর), রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির সাহায্যে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করেছে। কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সাহায্যেরও ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধিতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর।
 
 
CG/SS/SKD/

(Release ID: 1782867) Visitor Counter : 1367
Read this release in: English , Urdu , Telugu