স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ফরেন্সিক ল্যাব/ইলেক্ট্রনিক এভিডেন্স

प्रविष्टि तिथि: 14 DEC 2021 2:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় দেশে ৭টি কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রয়েছে। এগুলিতে কম্পিউটার এবং সাইবার ফরেন্সিক সহ ইলেক্ট্রনিক ফরেন্সিকের জন্য একাধিক সুবিধাও রয়েছে। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশের তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক পর্যায়ে সাইবার ফরেন্সিক সহায়তা প্রদানের জন্য নতুন দিল্লির দ্বারকায় অত্যাধুনিক জাতীয় সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়েছে। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ ২৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে সাইবার ফরেন্সিক তথা প্রশিক্ষণ ল্যাবরেটরিগুলি চালু করা হয়েছে। 
মন্ত্রক হায়দরাবাদে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে একটি জাতীয় সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে। সাইবার অপরাধ মোকাবিলা ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ল্যাবরেটরিগুলির গুণমান বৃদ্ধিতেও জোর দিয়েছে সরকার। উল্লেখ্য, রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরিগুলির তথ্য কেন্দ্রীয়ভাবে রক্ষণা-বেক্ষণ করা হয় না।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার মিশ্র। 
 
CG/SS/SB

(रिलीज़ आईडी: 1781542) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Malayalam