স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৩৩ কোটি ১৭ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৩৭ শতাংশ,যা ২০২০ এর মার্চ থেকে সর্বোচ্চ

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৩৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন

দেশে সুস্পষ্টভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৪৫৬, যা ৫৬১ দিনে সর্বনিম্ন

সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৯ শতাংশ, যা গত ২৯ দিনে ১ শতাংশের নিচে

Posted On: 13 DEC 2021 9:49AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৯ লক্ষ ১০ হাজার ৯১৭। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৩৩ কোটি ১৭ লক্ষ ৮৪ হাজার ৪৬২

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ -

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,০৩,৮৫,৬২৮

দ্বিতীয় ডোজ

৯৬,০০,৫৯৭

প্রথম সারির স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

,৮৩,৮৩,০২১

দ্বিতীয় ডোজ

,৬৬,৯৩,২৩৫

১৮ – ৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪৭,৮৫,৩৪,০৬৬

দ্বিতীয় ডোজ

২৭,০৪,২১,৫৫৫

৪৫ – ৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৮,৯৬,০৪,২৮৬

দ্বিতীয় ডোজ

১৩,৩৫,৬২,৭০৪

৬০ বছরের ঊর্ধ্বে

প্রথম ডোজ

১১,৮৫,৫০,০০১

দ্বিতীয় ডোজ

,৬০,৪৯,৩৬৯

মোট

,৩৩,১৭,৮৪,৪৬২

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৩ জন। এর ফলে মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার ৭৬৮জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৭ শতাংশ,যা ২০২০-এর মার্চ থেকে সর্বোচ্চ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে গত ৪৬ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৫০ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ৪৫৬, যা গত ৫৬১ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.২৬ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৫৫ হাজার ৬৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৫ কোটি ৬৬ লক্ষ ৭২ হাজার ৪৫১টি।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তেমন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৬৯ শতাংশ, যা গত ২৯ দিনে ১ শতাংশের নিচে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮৬ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৭০ দিনে ২ শতাংশ এবং গত ১০৫ দিনে ৩ শতাংশের নিচে।

 

CG/SS



(Release ID: 1780992) Visitor Counter : 122