শিল্পওবাণিজ্যমন্ত্রক

ভারতে স্টার্টআপ ইকোসিস্টেমকে উৎসাহিত করতে কেন্দ্র এই প্রথম উদ্ভাবনী সপ্তাহ উদযাপনের আয়োজন করেছে

Posted On: 12 DEC 2021 4:40PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১২ ডিসেম্বর, ২০২১
 
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য ক্ষেত্রে উৎসাহদানের জন্য দপ্তর (ডিপিআইআইটি) আগামী বছর জানুয়ারি মাসে এক সপ্তাহব্যাপী ‘উদ্ভাবনী ইকোসিস্টেম উদযাপন’ আনুষ্ঠানের আয়োজন করেছে। ডিপিআইআইটি-এর সচিব শ্রী অনুরাগ জৈন এবিষয়ে আজ একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের সূচনার ষষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
উদ্ভাবনী সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্যই হলো দেশের মূল স্টার্টআপ, শিল্পো উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক এবং অন্যান্য জাতীয়/ আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্ভাবন ও উদ্যোক্তাদের বিষয়ে মত বিনিময় করা। 
 
এই পদক্ষেপ উদ্ভাবনী এবং উদ্যোক্তাদের বিষয়ে যুব সম্প্রদায়কে উৎসাহিত ও অনুপ্রাণিত করে তুলবে। পাশাপাশি এই উদ্ভাবনী সপ্তাহ স্টার্টআপ সংস্থাগুলিকে বাজারে প্রবেশের সুযোগ করে দেবে। এমনকি, স্টার্টআপ সংস্থাগুলিকে বিনিয়োগের জন্য দেশী ও বিদেশী পুঁজি সংগ্রহে সহায়তা করবে। 
 
সপ্তাহব্যাপী চলা এই অনুষ্ঠানে স্টার্টআপ, ইনকিউবেটর, পরামর্শদাতা, বিনিয়োগকারী, সরকারি ই-মার্কেট প্লেস, কর্পোরেট সংস্থা, উদ্যোক্তা এবং সরকারি আধিকারিকেরা উপস্থিত থাকবেন।
 
অনুষ্ঠানে ডিপিআইআইটি অনুমোদিত স্টার্টআপ সংস্থা, জাতীয় স্টার্টআপ পুরস্কারপ্রাপ্ত সংস্থার একাধিক প্রদর্শনীও থাকবে। এছাড়াও উদ্ভাবনী সপ্তাহ উদযাপনে অঙ্গ হিসেবে আলোচনাসভারও আয়োজন করা হয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রীর পৌরোহিত্যে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
 
CG/SS/SKD/


(Release ID: 1780749) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Hindi , Tamil