স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৩১ কোটি ১৮ লক্ষ অতিক্রম করেছে
গত ২৪ ঘণ্টায় ৭৪ লক্ষ ৫০হাজারেরও বেশী মানুষ টিকা নিয়েছেন
কোভিড মুক্ত হওয়ার হার বর্তমানে ৯৮.৩৬ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮হাজার ৫০৩ জন
ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৯৪ হাজার ৯৪৩
সাপ্তাহিক সংক্রমিতের হার ০.৭২ শতাংশ, যা গত ২৬ দিন ধরে ১ শতাংশের নীচে রয়েছে
Posted On:
10 DEC 2021 10:03AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২১
ভারতে এ পর্যন্ত ১,৩১,১৮,৮৭,২৫৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৭৪,৫৭,৯৭০ জনকে।
স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৩,৮৫,৩০৫ জন টিকার প্রথম ডোজ এবং ৯৫,৭৯,৬৬০ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৮২,৪৫৭ জন প্রথম ডোজ এবং ১,৬৬,৫৫,৯৭৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪৭,৪৪,৭৭,২৮৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৬,০৫,৫৬,২৫৮ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৮,৮৫,৯৫,৮১২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৩,০৭,৫০,২৯৮ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১১,৭৯,৬৯,১২২ জন প্রথম ডোজ এবং ৮,৪৫,৩৫,০৮৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬শো ৭৮ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৫ হাজার ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৩৬ শতাংশ।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫০৩ জন। গত ৪৩ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ১৫ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ৯৪ হাজার ৯শো৪৩ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.২৭ শতাংশ চিকিৎসাধীন। ২০২০-র মার্চের পর এই হার সর্বনিম্ন।
দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১২ লক্ষ ৯৩ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৬৫ কোটি ৩২ লক্ষ ৪৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ০.৭২ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ০.৬৬ শতাংশ। গত ৬৭ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের কম আর ১০২ দিন ধরে ৩ শতাংশের কম।
CG/CB/SFS
(Release ID: 1780227)
Visitor Counter : 184