সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

হজ যাত্রার জন্য নিবন্ধীকরণ

प्रविष्टि तिथि: 09 DEC 2021 4:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২১

 

হজ যাত্রার প্রক্রিয়াটি এখন ১০০ শতাংশ ডিজিটাল করার ফলে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের পক্ষে হজে যাওয়া সহজ হয়েছে। এখন নাম নথিভুক্তিকরণের পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতাভাবে দ্রুততার সঙ্গে করা হয়। এখানে কোনো মধ্যসত্ত্বভোগীর সহযোগিতার প্রয়োজন হয় না। হজ ভর্তুকি প্রত্যাহার করার ফলে হজ যাত্রীদের মধ্যসত্ত্বভোগীদের জন্য কোনো অতিরিক্ত অর্থও ব্যয় করতে হয় না। ২০২২ এর হজ যাত্রা করতে ইচ্ছুক ব্যক্তিরা পয়লা নভেম্বর থেকে অনলাইনে www.hajcommittee.gov.in এই ওয়েবসাইটে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে জানুয়ারী।  

দীর্ঘদিন ধরে ভারতীয় মুসলিম মহিলারা মেহেরম অর্থাৎ পুরুষ হজ যাত্রীদের সঙ্গে হজ করার নিয়মের পরিবর্তন ঘটানোর দাবি জানিয়ে আসছিলেন। ২০১৮ সাল থেকে এই নিয়ম প্রত্যাহার করা হয়। ২০১৮ সাল থেকে মেহেরম ছাড়াই মুসলিম মহিলারা হজ করার অনুমতি পান। এপর্যন্ত ৩৪০১ জন মহিলা মেহেরম ছাড়াই হজ করেছেন। ২০২২ -এর হজ যাত্রায় যে সব মহিলারা মেহেরম ছাড়া হজ যাত্রার আবেদন জানাবেন, তাদের লটারি পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে না।  

লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী মুক্তার আব্বাস নকভি।

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1780204) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil