তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিউজ অন এআইআর-লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে বেতার অনুষ্ঠান শোনার ক্রমতালিকা

এআইআর ওয়ার্ল্ড সার্ভিসের শ্রোতা আফগানিস্তান এবং পাকিস্তানে বাড়ছে

Posted On: 09 DEC 2021 12:11PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯  ডিসেম্বর, ২০২১

 

        আকাশবাণীর অনুষ্ঠান  নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে দেশের বাইরে বিদেশেও শোনা যায়।বিদেশে কোন অনুষ্ঠান কতটা জনপ্রিয়, এ সংক্রান্ত সর্বশেষ ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। এআইআর ওয়ার্ল্ড সার্ভিসের সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, সুইৎজারল্যান্ড, নাইজেরিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও বাংলাদেশে প্রচুর শ্রোতা রয়েছে।   

        লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে দেশের বাইরে এআইআর ওয়ার্ল্ড সার্ভিস, আকাশবাণী ম্যাঙ্গালোর, আকাশবাণী রাগম, এফএম গোল্ড দিল্লী, আকাশবাণী মালয়ালম ও আকাশবাণী তামিলের অনুষ্ঠান প্রথম ১০এর তালিকায় স্থান করে নিয়েছে। ভারতের বাইরে পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে আকাশবাণীর শ্রোতা সংখ্যা সবথেকে বেশি।

        প্রসার ভারতীর সরকারি অ্যাপ নিউজ অন এআইআরএর মাধ্যমে আকাশবাণীর ২৪০টি বিভাগের অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানগুলি ভারত ছাড়াও বিশ্বে ৮৫টি দেশে যথেষ্ট জনপ্রিয়। ১৫-৩০ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে আকাশবাণীর কোন কোন অনুষ্ঠান সবথেকে বেশি শোনা হয় তা জানতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন-

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1779617

 

CG/CB/NS



(Release ID: 1780196) Visitor Counter : 138