সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় সড়কে আলোর ব্যবস্থা

Posted On: 09 DEC 2021 3:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২১
 
ভারতীয় সড়ক কংগ্রেস বা ইন্ডিয়ান রোডস কংগ্রেস- এর নীতি নির্দেশিকা অনুযায়ী জাতীয় সড়কে আলোর ব্যবস্থার কথার সুস্পষ্টভাবে বলা রয়েছে। টোল প্লাজা অঞ্চল থেকে শুরু করে বাস লেন, ট্রাক লেন, বাস টার্মিনাস এবং এবং ফ্লাইওভার ও আন্ডারপাসে পর্যাপ্ত আলোর কথা বলা রয়েছে।
এছাড়াও চার বা ছয় লেনের রাস্তা গুলিতে আলো সরবরাহ করা হয়। নিরাপত্তার কথা ভেবে এবং অন্যান্য প্রযুক্তিগত দিক বিবেচনা করে প্রয়োজনে রাজ্য সরকার সহ বিভিন্ন মহল থেকে পাওয়া পরামর্শ অনুযায়ী তা কার্যকর করা হয়।
এইসব বিষয় ছাড়া জাতীয় সড়কের মধ্যবর্তীস্থানে আলো দেওয়ার কোনো প্রস্তাব নেই।
জাতীয় সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছে।
সড়ক নিরাপত্তা বাড়াতে বিভিন্ন বিধানসহ মোটরযান আইন সংশোধন করা হয়েছে।
নকশা নির্মাণ এবং অপারেশন পর্যায়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
সড়ক নিরাপত্তা বৃদ্ধির জন্য সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং জাতীয় সড়কে চলাচলকারী ট্রাক ও বাস চালকদের চশমা বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
রাজ্য সরকার গুলি জাতীয় সড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখাশোনা করে।
 
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি জানিয়েছেন।
 
 
CG/ SB

(Release ID: 1780186) Visitor Counter : 132
Read this release in: English , Urdu , Tamil