ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

ট্রেডমার্ক নিবন্ধীকরণ

Posted On: 09 DEC 2021 4:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২১
 
যেসব দেশ খাদি গ্রামীন শিল্প কমিশন, কে ভি আই সি'র জন্য আন্তর্জাতিক নিবন্ধীকরণ, খাদি শব্দ চিহ্ন এবং খাদি লোগো ব্যবহারের অনুমোদন পেয়েছে তাদের বিবরণ নিম্নরূপ-
 
১) আন্তর্জাতিক নিবন্ধীকরণ, খাদি শব্দের ব্যবহারের অনুমোদন পেয়েছে-
জার্মান, ইউকে, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ওমান, কুয়েত, মেক্সিকো, মায়ানমার, মালদ্বীপ।
 
২) আন্তর্জাতিক নিবন্ধীকরণ, খাদি লোগো ব্যবহারের অনুমোদন পেয়েছে-
ভুটান, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, মেক্সিকো, ইউকে, মায়ানমার, অস্ট্রিয়া, মালদ্বীপ।
বিদেশের ট্রেডমার্ক নিবন্ধীকরণ এর পর খাদি ও গ্রামীণ শিল্প পণ্যের রপ্তানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই রপ্তানি হবে সমন্বিত তাই আরো বেশি সংখ্যক মানুষ এই রপ্তানির আওতায় আসতে পারবে।
সমস্ত গ্রামীণ শিল্প ইউনিট প্রধানমন্ত্রীর এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা রুরাল এম্প্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের আওতায় আসতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে পণ্য উৎপাদন করতে পারবে। তারা নির্দিষ্ট অর্থ দিয়ে খাদি থেকে ট্রেড লাইসেন্স ক্রয় করতে পারবেন।
এই ট্রেডমার্ক লাইসেন্স প্রথা চালু হওয়ার সাথে সাথে গড়ে দশ হাজার ইউনিট 'খাদি ইন্ডিয়া' ট্রেডমার্ক লাইসেন্স এর জন্য নিবন্ধীকরণ হতে পারবে।
 
CG/ SB


(Release ID: 1780184) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Tamil