বিদ্যুৎমন্ত্রক
বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে ১৫,৮৯৩ কোটি টাকার নতুন আন্তঃরাজ্য ট্রান্সমিশন সিস্টেম প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
Posted On:
08 DEC 2021 4:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২১
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ডঃ আর কে সিং ১৫,৮৯৩ কোটি টাকার ২৩ টি নতুন আন্তঃরাজ্য ট্রান্সমিশন সিস্টেম প্রকল্প অনুমোদন করেছেন। নতুন এই আন্তঃরাজ্য ট্রান্সমিশন সিস্টেম প্রকল্প গুলির মধ্যে রয়েছে এমন ১৩ টি প্রকল্প যার আনুমানিক ব্যয় ১৪,৭৬৬ কোটি টাকা। বাকি ১০ টি প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে ১,১২৭ কোটি টাকা।
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এই প্রকল্প গুলির অনুমোদন দিয়েছে। নতুন এই ট্রান্সমিশন প্রকল্পের মধ্যে রয়েছে আন্ত আলিয়া রাজস্থানের ১৪ গিগাওয়াটের নবায়নযোগ্য প্রকল্প। গুজরাটে ৪.৫ গিগা ওয়াটের নবায়নযোগ্য প্রকল্প। মধ্যপ্রদেশের নিমুচ সোলার পার্কের ১ গিগাওয়াট প্রকল্প প্রভৃতি।
ন্যাশনাল কমিটি অন ট্রান্সমিশন পরীক্ষা করার পরই এইসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এইসব ট্রান্সমিশন নেটওয়ার্ক সম্প্রসারণ বিদ্যুৎ উদ্বৃত্ত অঞ্চল থেকে বিদ্যুতের ঘাটতি অঞ্চলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ স্থানান্তরকে বাড়িয়ে তুলবে এবং উৎপাদন সংস্থানগুলি ব্যবহারকে অপটিমাইজ করবে।
CG/ SB
(Release ID: 1779505)