নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিশুদের পুষ্টির অবস্থা পর্যবেক্ষণের জন্য পরিকল্পনা

Posted On: 08 DEC 2021 3:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২১
 
অপুষ্টি একটি বহুমুখী সমস্যা। শৈশবে অপুষ্টির মূল কারণ গুলি হল বাল্যবিবাহ, ত্রুটিপূর্ণ ও অপরিনত শিশুর জন্ম প্রভৃতি।
 
প্রধানমন্ত্রী পোষণ শক্তি অভিযান, পিএম পোষণ, যা আগে স্কুলে মিডডে মিলের জন্য জাতীয় কর্মসূচি নামে পরিচিত ছিল। কেন্দ্রের এটি একটি অগ্রগণ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিশুদের পুষ্টির জন্য সহায়তা করা হয়।
 
জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট-২০১৩'র তপশীল দুই অনুযায়ী এই প্রকল্পের অধীনে প্রাথমিক স্তরের শিশুদের জন্য ৪৫০ ক্যালোরি এবং ১২ গ্রাম প্রোটিন এবং উচ্চ প্রাথমিক শ্রেণির শিশুদের জন্য ৭০০ ক্যালোরি ও ২০ গ্রাম প্রোটিন যুক্ত গরম রান্না করা খাবারের বিধানকে বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রান্নার খরচও বহন করা হয়। ডাল, শাক সবজি, ভোজ্য তেল এবং মসলা বাবদ খরচ মেটানোর জন্য সমস্ত কর্ম দিবসে প্রাথমিকের ক্ষেত্রে ৪.৯৭ পয়সা এবং উচ্চ প্রাথমিকের জন্য ৭.৪৫ পয়সা শিশু প্রতি দেওয়া হয়।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতি স্মৃতি যুবিন ইরানি এই তথ্য জানিয়েছেন।
 
CG/ SB

(Release ID: 1779501) Visitor Counter : 153
Read this release in: English , Tamil , Telugu