উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক

এনইডিএফআই আয়োজিত নামচি ও গ্যাংটকে বাণিজ্য ও শিল্প সম্মেলন

Posted On: 08 DEC 2021 1:38PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৮  ডিসেম্বর, ২০২১

 

        এনইডিএফআই নামচি এবং গ্যাংটকে শিল্প বাণিজ্য সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে এই অঞ্চলে নতুন ব্যবসা শুরু করার জন্য জনসাধারণ, বিশেষ করে যুব সম্প্রদায়কে উৎসাহিত করা হয়।  

        এনইডিএফআই-এর নামচি শাখায় বাণিজ্য ও শিল্পমেলা

        নামচি এবং জোরেথাং-এর ৩০ জন শিল্পপতি এই বৈঠকে অংশগ্রহণ করেন। আলোচনায় এনইডিএফআই অংশগ্রহণকারীদের বিভিন্ন ঋণ প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানিয়েছে, এছাড়াও  এই অঞ্চলের উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে অংশগ্রহণকারীদের জানানো হয়। হোমস্টে ও রেস্টুরেন্ট ব্যবসার প্রসার ঘটানো, কৃষি ভিত্তিক বিভিন্ন কর্মকান্ড এবং সংশ্লিষ্ট অঞ্চলে যেসমস্ত ব্যবসা-বাণিজ্য হয় সেগুলির মানোন্নয়নের পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উপস্থিত শিল্পপতিদের বিভিন্ন বিষয়ে সংশয় দূর করা হয়েছে।  

        এনইডিএফআই-এর গ্যাংটক শাখায় বাণিজ্য ও শিল্পমেলা

     এনইডিএফআই-এর আধিকারিকরা পূর্ব ও উত্তর জেলার শিল্পপতিদের কাছে বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। অংশগ্রহণকারীদের জৈব চাষে উৎসাহ দেওয়ার জন্য এমওভিসিডিএনইআর-এর সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে কি কি নথিপত্রের প্রয়োজন সে বিষয়ে গ্যাংটকের ব্রাঞ্চ ম্যানেজার বিশদে জানান। অংশগ্রহণকারীদের কম সুদে ঋণ দানের বিষয়েও বিভিন্ন তথ্য জানানো হয়েছে।   

 

CG/CB/NS



(Release ID: 1779483) Visitor Counter : 119


Read this release in: English , Urdu , Hindi , Manipuri