স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারত কোভিড-১৯ টিকাকরণ ১২৬ কোটি ৫৩ লক্ষ অতিক্রম করেছে

গত ২৪ ঘণ্টায় ৭৩ লক্ষ ৬৩ হাজারেরও বেশী মানুষ টিকা নিয়েছেন
কোভিড মুক্ত হওয়ার হার বর্তমানে ৯৮.৩৫ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬০৩ জন
ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৯৯ হাজার ৯৭৪
সাপ্তাহিক সংক্রমিতের হার ০.৮১ শতাংশ, যা গত ২০ দিন ধরে ১ শতাংশের নীচে রয়েছে

Posted On: 04 DEC 2021 10:42AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ নভেম্বর, ২০২১
 
দেশে এ পর্যন্ত ১,২৬,৫৩,৪৪,৯৭৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৭৩,৬৩,৭০৬ জনকে।       
স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৩,৮৪,২৯১ জন টিকার প্রথম ডোজ এবং ৯৫,৩১,৪৯৪ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৮০,০৮৪ জন প্রথম ডোজ এবং ১,৬৫,৫৯,৩৯৬ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪৬,৪৫,২০,৩৩০ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৩,৭৬,৯৭,০১৬ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৮,৬১,৬৩,৭৭০ জন। আর  দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২,৪৩,৮৪,০৯৩ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১১,৬৫,৬১,৮২৮ জন প্রথম ডোজ এবং ৮,১১,৬২,৬৭৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।      
কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৯০ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৫৩ হাজার ৮৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৩৫ শতাংশ। 
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬০৩ জন। গত ১৬০ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ৯৯ হাজার ৯৭৪ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.২৯ শতাংশ চিকিৎসাধীন। ২০২০-র মার্চের পর এই হার সর্বনিম্ন।  
দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১২ লক্ষ ৫২ হাজার ৫৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৬৪ কোটি ৬০ লক্ষ ২৬ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  
একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ০.৮১ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ০.৬৯ শতাংশ। গত ৬১ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের কম আর ৯৬ দিন ধরে ৩ শতাংশের কম।
 
CG/SS/SB


(Release ID: 1778039) Visitor Counter : 181