স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

प्रविष्टि तिथि: 03 DEC 2021 9:08AM by PIB Kolkata

নতুনদিল্লি, রা ডিসেম্বর২০২১

 

দেশ জুড়ে টিকাকরণ অভিযানে পর্যন্ত ১২৫ কোটি  ৭৫ লক্ষ টিকা দেওয়া হয়েছে।      

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে  ৯৯হাজার  ৯শো ৭৬ জন।   

মোট সংক্রমিতের শতাংশের কম, মাত্র .২৯ শতাংশ এখন চিকিৎসাধীন। ২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।   

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.৩৫ শতাংশ।

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন হাজার ৬শো ১২ জন।   

সারা দেশে পর্যন্ত মোট সুস্থ হয়েছেন কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৬৬৬ জন।  

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন হাজার ২শো ১৬ জন।

দৈনিক সংক্রমিতের হার গত ৬০দিন ধরে শতাংশের কম, আজ এই হার . শতাংশ। 

সাপ্তাহিক সংক্রমিতের হার ১৯ দিন ধরে শতাংশের নিচে রয়েছে, বর্তমানে .৮৪ শতাংশ।

মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ কোটি ৪৬ লক্ষ।    

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1777809) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam