প্রতিরক্ষামন্ত্রক
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা
Posted On:
03 DEC 2021 5:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ ডিসেম্বর, ২০২১
দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকার বিভিন্ন সময় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই লক্ষ্যে ২০১৯-এর ডিসেম্বরে চিফ অফ ডিফেন্স স্টাফ নামে একটি পদ সৃষ্টি করা হয়। সেনাবাহিনীর ৩ শাখার মধ্যে সমন্বয় ও যোগসূত্র আরও বাড়াতে চিফ অফ ডিফেন্স স্টাফ বড় ভূমিকা পালন করছে। এছাড়াও সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌ-বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সামরিক বিষয়ক দপ্তর নামে নতুন একটি প্রাতিষ্ঠানিক বিভাগ গড়ে তোলা হয়েছে।
আধুনিক সাজসরঞ্জামে সেনাবাহিনীকে সুসজ্জিত করে তুলতে আধুনিকীকরণ ও মানোন্নয়নের একাধিক কর্মপন্থা গ্রহণ করা হয়েছে। প্রতিরক্ষা সদর দপ্তরগুলির অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও বেশি ক্ষমতা দানে আধুনিক সাজ-সরঞ্জাম সংগ্রহে অধিকার দেওয়া হয়েছে।
দেশে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সাজ-সরঞ্জাম নির্মাণ ও উদ্ভাবনে সরকার একাধিক সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করেছে। যে কোন ধরণের বিপদ ঠেকাতে প্রতিরক্ষা সাইবার এজেন্সি ও প্রতিরক্ষা মহাকাশ এজেন্সি গড়ে তোলা হয়েছে। দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে তুলতে সরকার আইনি কাঠামোকে আরও মজবুত করেছে। এই লক্ষ্যে অবৈধ কাজকর্ম (প্রতিরোধ) আইন ১৯৬৭ সংশোধন করা হয়েছে।
লোকসভায় আজ এক লিখিত জবাবে এ কথা জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী অজয় ভট্ট।
CG/BD/AS/
(Release ID: 1777723)
Visitor Counter : 105