সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারত ৬ ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে


মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সংসদ ভবনে বাবা সাহেবের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন

Posted On: 02 DEC 2021 3:35PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ ডিসেম্বর, ২০২১
 
ভারত সরকার "আজাদী কা অমৃত মহোৎসব"-এর অঙ্গ হিসেবে আগামী ৬ ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস পালন করার উদ্যোগ নিয়েছে। এজন্য "বাবাসাহেব অমর রহে" এই শ্লোগানকে পাথেয় করে সংসদ ভবন থেকে শুরু করে ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার, বাবাসাহেবের সঙ্গে যুক্ত পঞ্চতীর্থ সাইট, আম্বাভাদে, সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পুনের মতো কয়েকটি স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আম্বেদকর ভবন এবং আম্বেদকর পার্কেও বাবার সাহেবের ৬৬- তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
 
অস্পৃশ্যতার মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে ভারতে তাঁর ব্যাপক প্রভাবের কারণে বাবাসাহেবকে একজন বৌদ্ধ গুরু হিসেবে গণ্য করা হয়। আম্বেদকরের ভক্ত ও অনুরাগীরা বিশ্বাস করেন যে তিনি ভগবান বুদ্ধের মতোই প্রভাবশালী ছিলেন। এই কারণে তার মৃত্যু বার্ষিকী মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালিত হবে।
 
সংসদ ভবনে মূল অনুষ্ঠান  হবে। যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাবাসাহেবের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম পূজা পাঠ করবেন এবং পরে মন্ত্রক কর্তৃক সংসদে ডঃ আম্বেদকরকে উৎসর্গ করে বিশেষ সঙ্গীত পরিবেশন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সং এন্ড ড্রামা ডিভিশন এটি করবে।
 
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানের কথা ঘোষণা করেছেন। পঞ্চতীর্থ হিসেবে বাবার সাহেবের জীবন এই পাঁচটি স্থানের গুরুত্ব তুলে ধরবে। ডঃ আম্বেদকর ফাউন্ডেশনের উদ্যোগে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। যা মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে প্রদর্শিত হবে।
 
অন্যদিকে, বিদেশমন্ত্রকের উদ্যোগে লন্ডনে ডঃ আম্বেদকর মেমোরিয়ালে  বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
দেশের বিভিন্ন রাজ্যের জেলা স্তরেও নানান ধরনের অনুষ্ঠান হবে।
 
 
CG/ SB

(Release ID: 1777477) Visitor Counter : 197


Read this release in: English , Urdu , Hindi , Punjabi