ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
স্ফূর্তি প্রকল্পের একই অভিমূখ
Posted On:
02 DEC 2021 2:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ ডিসেম্বর, ২০২১
ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রক বিভিন্ন পর্যালোচনা সভা, ক্লাস্টার পরিদর্শন এবং তৃতীয় পক্ষের মূল্যায়নের ভিত্তিতে তাদের লাভজনকতা ও বিপণন যোগ্যতার ক্ষেত্রে কার্যকরী 'স্ফূর্তি' ক্লাস্টার গুলির নিয়মিত মূল্যায়ন পরিচালনা করে।
এর উপর ভিত্তি করে এটা লক্ষ্য করা গেছে যে ক্লাস্টার গুলির বিপণন যোগ্যতা এবং লাভজনকতার জন্য কোভিড অতিমারির সময় বিশেষ সহায়তার প্রয়োজন রয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে বাজারের চাহিদা মেটাতে ডিজাইন ডেভেলপমেন্ট এবং পণ্য বৈচিত্রের প্রশিক্ষণ, ই-কমার্স পোর্টালগুলোর সাথে সংযোগকে উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এই স্ফুর্তি প্রকল্প সারা দেশে প্রযোজ্য। এর মাধ্যমে জেলাগুলির থেকে প্রাপ্ত প্রস্তাবগুলি ওপর বিশেষ নজর দেওয়া হয়। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক রাজ্যগুলির সংশ্লিষ্ট বিভাগের সাথে সাহায্য করে কল্যাণ মূলক প্রকল্প গুলি বাস্তবায়নে প্রচেষ্ঠা করে। ক্লাস্টার গুলির বাস্তবায়নকারী সংস্থা গুলিকে ইতিমধ্যেই ব্যাংক একাউন্ট খুলতে এবং সমস্ত কারিগরদের সাধারণ ও স্বাস্থ্য বীমা প্রদান করার জন্য বলা হয়েছে।
স্ফুর্তির অধীনে কারিগর দের জন্য ন্যূনতম মজুরি নির্দিষ্ট করা হয়নি। তবে মন্ত্র ঐতিহ্যবাহী কারিগরদের উন্নত করার জন্য এবং তাদের পণ্যের মূল্য যোগ করার জন্য পরিকাঠামোগত সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। যার ফলে তাঁদের আয় নিরাপত্তা জনক হবে।
একটি স্ফুর্তি প্লাস্টারের অনুমোদনের পর থেকে এর কার্যকরণের সময় সীমা একটি নিয়মিত ক্লাস্টারের জন্য বারো মাস ( ৫০০ জন কারিগর পর্যন্ত ) এবং একটি প্রধান ক্লাস্টারের জন্য ১৮ মাস ( ৫০০ জনের বেশি কারিগর )। মন্ত্রকের পক্ষ থেকে ক্লাস্টার গুলির কার্যকরকরণের সময়সীমা মেনে চলা নিশ্চিত করতে নিয়মিত পর্যালোচনা করে।
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী শ্রী নারায়ণ রানে এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1777466)
Visitor Counter : 197