তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ষষ্ঠ ব্রিকস চলচ্চিত্র উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়েছে

Posted On: 28 NOV 2021 8:11PM by PIB Kolkata
মুম্বাই, পানাজি,  ২৮ নভেম্বর, ২০২১
 
ষষ্ঠ ব্রিকস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে অ্যামি জেফতার পরিচালিত দক্ষিণ আফ্রিকার চলচ্চিত্র ‘বারাকাত’ এবং লিউবভ বোরিসোভা পরিচালিত রাশিয়ান চলচ্চিত্র ‘দ্য সান অ্যাবভ মি নেভার সেটস’। ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় ৫২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি এই প্রথম ব্রিকস চলচ্চিত্র উৎসবও অনুষ্ঠিত হয়েছিল।
 
মানবিক আবেগের উজ্জ্বল চলচ্চিত্রায়ণ এবং অসামান্য গল্প বলার ভঙ্গির জন্য এই চলচ্চিত্র দুটিকে পুরস্কৃত করা হয়েছে। চলচ্চিত্রের উৎকর্ষতা এবং প্রতিভা সম্পর্কে ব্রিকস জুরি চেয়ারপার্সন রাহুল রাওয়াইল জানান, এই বছরের জুরি সদস্য হিসেবে বেশ কিছু দক্ষ লোক ছিলেন, যাঁরা এই দুটি চলচ্চিত্রকে সেরা হিসেবে বেছে নিয়েছেন। সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু চলচ্চিত্রের মাধ্যমে তা যখন পর্দায় উঠে আসে তখন সব কিছুর মধ্যে যোগসূত্র রচনা করে। বাস্তব পৃথিবীও এমনই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
 
সেরা চলচ্চিত্র ‘বারাকাত’ ২০২২ সালের ৯৪ তম অ্যাকাডেমি পুরস্কারে সেরা আন্তর্জাতিক কাহিনী চিত্রের জন্য মনোনীত হয়েছে। এই চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কারও জিতেছে। 
 
অন্যতম সেরা চলচ্চিত্র ‘দ্য সান অ্যাবভ মি নেভার সেটস’-তে রাশিয়া কথা সাহিত্যের এক অনুপ্রেরণামূলক দিক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তথ্য চিত্র ‘আনা’-এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান চলচ্চিত্র নির্মাতা লুসিয়া মুরাত। ভারতীয় অভিনেতা ধনুশ ‘ওসুরান’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। ব্রাজিলিয়ান অভিনেত্রী লারা বোল্ডোরিনি ‘অন হুইলস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এছাড়াও পরিচালক ইয়ান হানকে ‘এ লিটিল রেড ফ্লাওয়ার ফ্রম চায়না’ চলচ্চিত্রের জন্য জুরি স্পেশাল মেনশন পুরস্কার প্রদান করা হয়েছে। 
 
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি এই পুরস্কার তুলে দেন। এবছর ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রিকস গোষ্ঠীভুক্ত এই ৫টি প্রধান উদীয়মান অর্থনীতি এবং বিশ্বের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনামূলক দেশগুলিকে একত্রিত করা হয়। এই প্রতিযোগিতামূলক উৎসবে ৫ জন সদস্যকে নিয়ে একটি জুরি গঠিত হয়। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি থেকে একজন করে এই জুরির সদস্য ছিলেন।  
 
CG/SS/SKD/


(Release ID: 1777184) Visitor Counter : 126


Read this release in: Marathi , English , Urdu , Hindi