জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুরের পারাদ্বীপ বন্দর ট্রাস্ট সফর

Posted On: 26 NOV 2021 6:20PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৬শে নভেম্বর, ২০২১

 

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ শ্রী শান্তনু ঠাকুর  প্রথমবার  পারাদ্বীপ পোর্ট ট্রাস্টে আসেন।  বন্দরের নিয়মিত পর্যালোচনা বৈঠক করাই সফরের মূল উদ্দেশ্য । বন্দরের চেয়্যারম্যান শ্রী পি এল হারানাধ ও ডেপুটি চেয়ারম্যান শ্রী এ কে বসু মন্ত্রীকে স্বাগত জানান। জওহর অতিথি নিবাসে শ্রী ঠাকুর বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বন্দরে ডক অঞ্চলের  কাজকর্ম ঘুরে দেখেন এবং অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন।

মন্ত্রী আগামীকাল বন্দর এলাকার কাজের পর্যালোচনা করার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। শ্রী ঠাকুর বন্দরের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ।

 

CG/CB/NS


(Release ID: 1775606)
Read this release in: English , Urdu , Hindi