শিল্পওবাণিজ্যমন্ত্রক
উত্তর পূর্বাঞ্চল শিল্পোন্নয়ন কর্মসূচি ২০১৭-র আওতায় ক্ষমতাপ্রাপ্ত কমিটির নবম বৈঠকে ১০৫টি শিল্প ইউনিটকে স্বীকৃতি
प्रविष्टि तिथि:
25 NOV 2021 3:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ নভেম্বর, ২০২১
অভ্যন্তরীণ শিল্প প্রসার ও বাণিজ্য দপ্তরের সচিবের পৌরোহিত্যে উত্তর পূর্বাঞ্চল শিল্পোন্নয়ন কর্মসূচি ২০১৭-র আওতায় ক্ষমতাপ্রাপ্ত কমিটি উত্তর পূর্বাঞ্চলে ১০৫টি নতুন শিল্প ইউনিটকে স্বীকৃতি দিয়েছে। এখনও পর্যন্ত এরকম ৩৯১টি শিল্প ইউনিটকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যারা এই অঞ্চলে ২ হাজার ৬৩১ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সরকারগুলির পক্ষ থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত পাঠানো শিল্প সংস্থার স্বীকৃতি সম্পর্কিত যাবতীয় প্রস্তাব ক্ষমতাপ্রাপ্ত কমিটি অনুমোদন করেছে। উত্তর পূর্বাঞ্চলে এই ৩৯১টি শিল্প ইউনিট খাতে ১ হাজার ৭৪০ কোটি টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে। এরফলে, বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১৬ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শিল্পোন্নয়নের প্রসারে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১৮-তে উত্তর পূর্বাঞ্চল শিল্পোন্নয়ন কর্মসূচির কথা ঘোষণা করে। এই অঞ্চলের রাজ্য সরকার, শিল্প সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে সরকার এই কর্মসূচিটি প্রণয়ন করে। কর্মসূচির আওতায় উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় সরকার এই ৩৯১টি শিল্প ইউনিটকে দ্রুত উৎসাহ ভাতা প্রদান ও দাবি-দাওয়া নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যে শিল্পোন্নয়নের প্রসারে বণিকসভা সিআইআই, অ্যাসোচ্যম, ফিকি প্রভৃতি প্রতিষ্ঠান উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে সরকারের প্রচেষ্টায় সাহায্য করছে। এমনকি, উৎপাদন ও পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের হাতেনাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1775171)
आगंतुक पटल : 162