ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির খাদ্য মন্ত্রীদের সঙ্গে শ্রী পীযূষ গোয়েল-এর বৈঠক হবে
Posted On:
24 NOV 2021 6:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ নভেম্বর, ২০২১
উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের আওতাধীন খাদ্য ও গণবন্টন বিভাগ আগামীকাল নতুন দিল্লিতে সর্বভারতীয় স্তরে খাদ্য মন্ত্রীদের এক বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। বৈঠকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য মন্ত্রীদের সঙ্গে কমিউনিটি কিচেনের সমস্যা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে সারা দেশে কমিউনিটি কিচেনের ধারণা প্রতিষ্ঠা, দরিদ্র ব্যক্তিদের খাদ্য সরবরাহ করার জন্য প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন এবং গণবন্টন ব্যবস্থাপনার বাইরে থাকা ব্যক্তিদের জন্য একটি জাতীয় খাদ্য গ্রিড তৈরি করার বিষয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়।
সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিন সপ্তাহের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একটি মান সম্মত মডেল কমিউনিটি কিচেন প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছে। আদালত সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সরকারের সংগঠিত সভায় উপস্থিত থাকা এবং উক্ত প্রকল্প চালু করার জন্য তাদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে।
বৈঠক চলাকালীন মডেল কমিউনিটি কিচেন প্রকল্প, এক দেশ এক রেশন কার্ড বাস্তবায়নের পরিস্থিতি, রেশন কার্ডের সঙ্গে আধার যোগ, বায়োমেট্রিকের সাহায্যে রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর খাদ্য ও গণবন্টন দপ্তরের সচিব মডেল কমিউনিটি কিচেন প্রকল্পের বিষয় নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব এবং খাদ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন।
CG/SS/SKD/
(Release ID: 1774869)
Visitor Counter : 148