তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

দ্যা কিং অফ দা ওয়ার্ল্ড হচ্ছে কার্লোস সাউরার ১২ বছর ব্যবধানের পর কল্পকাহিনী জগতে প্রত্যাবর্তন: ইউসেবিও পাচা, ৫২-তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবির প্রযোজক

পানাজি, ২১ নভেম্বর, ২০২১

 

দ্যা কিং অফ অল দ্যা ওয়ার্ল্ড হচ্ছে সুবিদিত চলচ্চিত্র নির্মাতা কার্লোস সাউরার ১২ বছরের ব্যবধানের পর কল্পকাহিনীর জগতে ফিরে আসা চলচ্চিত্র। এই ১২ বছরে সাউরা মিউজিক্যাল ডকুমেন্টারি তৈরি করেছিলেন। যে জগৎটাকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই গানের জগতে তিনি ডুবেছিলেন। আজ গোয়ায় অনুষ্ঠিত ৫২ তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক সাংবাদিক বৈঠকে দ্যা কিং অফ অল দ্য ওয়ার্ল্ড এর প্রযোজক ইউসেবিও পাচার একথা বলেছেন। এই ছবিটি দিয়েই এবারের চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছিল। গত ২০ নভেম্বর থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। 

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1773904) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , हिन्दी , English , Urdu , Marathi