তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

৫২তম আইএফএফআই-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আগামীদিনের ৭৫জন সৃজনশীল ব্যক্তিত্বকে সম্বর্ধিত করলেন

পানাজি , ২১  নভেম্বর, ২০২১


তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর ৫২তম আইএফএফআই-তে আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে ’৭৫ ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো’র বিজয়ীদের সম্বর্ধিত করেছেন। মন্ত্রী বলেন, ভারতে মেধা এবং দক্ষতার কোনো অভাব নেই। এই তরুণ মেধাবী মনের প্রয়োজন সুযোগ। তাদের উৎসাহদানের জন্য এবং ভবিষ্যতে চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালনে সাহায্য করতে চলচ্চিত্র উৎসবে আজাদি কা অমৃত মহোৎসবে  এই মঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন আইএফএফআই-এ ৭৫ জন সৃজনশীল প্রতিভা চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেদের সঙ্গে মতবিনিময় করবার সুযোগ পাবেন। বিচারক মন্ডলী একসঙ্গে বসে বিভিন্ন বিষয় বিচার-বিবেচনা করে এই ৭৫ জনকে নির্বাচন করেছেন। তিনি বিজয়ীদের ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ এবং আইএফএফআই-র অভিজ্ঞতা সম্পর্কে ব্লগ লিখতে বলেন। শেখার কোনো শেষ নেই বলে উল্লেখ করে শ্রী ঠাকুর ভবিষ্যতে এই ৭৫ জনকে চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।

চলচ্চিত্র শিল্পকে এবং তরুণ প্রতিভাদের ভারতের শক্তি প্রদর্শনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ফিল্ম ফেসিলিটেশন অফিস গড়ে তুলেছে। সিনেমার শ্যুটিং এবং ছবি তৈরিতে ভারতকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ।

সিবিএফসি-র চেয়ারম্যান শ্রী প্রসূন জোশী আগামীদিনের এই সম্ভাবনাময় চলচ্চিত্র ব্যক্তিত্বদের কোনো কিছুতে দ্বিধান্বিত না হওয়ার পরামর্শ দেন। যে সুযোগই তারা পাবেন সেগুলিকে পুরোপুরি কাজে লাগিয়ে শিল্পকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তিনি অনুরোধ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী কেতন মেহতা বলেন, চলচ্চিত্র এখন আর বড় পর্দার মধ্যে আটকে নেই। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এখন তা সকলের পকেটে ঘুরছে। এই প্রথম গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে ৭৫ টি সৃজনশীল মনকে বাছাই করা হল। আজাদি কা অমৃত মহোৎসবের এই উদ্যোগের ফলে ভবিষ্যতে দেশের উদীয়মান শিল্পীদের চিহ্নিত করতে সুবিধা হবে।     

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1773832) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी