তথ্যওসম্প্রচারমন্ত্রক
iffi banner
1 0

ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে ৫২তম আইএফএফআই-এর বিশেষ উদ্যোগ

পানাজি, ১৯  নভেম্বর, ২০২১

 

        গোয়ায় অনুষ্ঠিত ৫২তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে চারটি অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে মানুষ অত্যন্ত উৎসাহী। স্বভাবতই ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে চলচ্চিত্রের প্রতি সিনেমাপ্রেমীদের আলাদা উৎসাহ থাকে। এবছর অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সে ভারত বেশকিছু পদক জয় করেছে, এত সংখ্যক পদক এর আগে ভারত পায়নি। এই আবহে এবারের আইএফএফআই-তে চলচ্চিত্রপ্রেমীরা খেলাধুলা নিয়ে চারটি ছবি দেখবেন। এগুলি হল- লিভেন ফান বায়লেনের ডাচ ভাষার ছবি রোকি, জ্যেরো ইউনের কোরিয় ছবি ফাইটার, মাকিয়াজ বারসেজিউস্কির জার্মান ও পোলিশ ভাষার ছবি দ্য চ্যাম্পিয়ান অফ আউশভিৎজ এবং এলি গ্রাপে পরিচালিত ফরাসি, রুশ ও ইউক্রেনিয় ভাষার ছবি ওলগা। ২০১৮ সাল থেকে খেলাধুলার ওপর চলচ্চিত্র নিয়ে আইএফএফআই-তে বিশেষ আয়োজন করা হয়।

        রোকি

        লিভেন ফান বায়লেন পরিচালিত ডাচ ছবি রোকি-তে একজন উচ্চাকাঙ্খী মোটরসাইকেল চালকের গল্প বলা হয়েছে। আস্থায় ভরপুর তরুণ নিকি-র অ্যাডভেঞ্চার স্পোর্টস-এ বিশেষ উৎসাহ ছিল। বাইক রেসিং-এ সে মেতে থাকতো। কিন্তু এক দুর্ঘটনায় তার সেই স্বপ্ন চুরমার হয়ে যায়। নিকি কিভাবে তার ভাইপোকে প্রশিক্ষিত করার মধ্য দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন ছবিতে সেটি দেখানো হয়েছে। ব্রুসেলসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারে জাতীয় প্রতিযোগিতায় রোকি স্থান পেয়েছিল।   

        ফাইটার  

        জ্যেরো ইউন পরিচালিত কোরিয় ছবি ফাইটারে উত্তর কোরিয়ার উদ্বাস্তু মেয়ে জিনার গল্প বলা হয়েছে। উন্নত জীবনের স্বপ্নে জিনা সিওলে চলে এসেছিল। দক্ষিণ কোরিয়ায় তারা বাবাকে আনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই সে কঠোর পরিশ্রম শুরু করে। কিন্তু দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা এবং বৈষম্যের শিকার হওয়ায় জিনা বেশি পয়সা সঞ্চয় করতে পারেনা। একদিন বক্সিং জিম পরিষ্কার করতে গিয়ে সে বক্সিং জগৎ সম্পর্কে জানতে পারে। আস্থায় ভরপুর মহিলা বক্সারদের দেখে জিনা অনুপ্রাণিত হয়। আর এর পরে যা ঘটেছে সেটি চলচ্চিত্র উৎসবের প্রতিনিধিদের কাছে যথেষ্ট উৎসাহ ব্যাঞ্জক হবে।  

        দ্য চ্যাম্পিয়ান অফ আউশভিৎজ

        দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় বেঁচে থাকার এক অভূতপূর্ব বাস্তব কাহিনী দ্য চ্যাম্পিয়ান অফ আউশভিৎজ। পোলিশ নির্দেশক মাকিয়াজ বারসেজিউস্কি আউশভিৎজ- বেরকান্যাউ কনসেনট্রেশন ক্যাম্পে থাকা বক্সার টাডেউৎজ ‘টেডি’ পায়েট্রজিকোওস্কি-র গল্প হাজির করেছেন, যা সবাই ভুলে গেছেন। তার তিন বছরের কনসেনট্রেশন ক্যাম্পে থাকার সময় নাৎসি নির্যাতনের বিরুদ্ধে জয়ের আশা এই ছবির মাধ্যমে ফুটে উঠেছে। আউশভিৎজ-এ থাকা প্রাক্তন বন্দীদের তথ্যের ওপর ভিত্তি করে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে। পায়েট্রজিকোওস্কি-র জীবনের কথা শুনে চলচ্চিত্রপ্রেমীরা নিঃসন্দেহে উৎসাহিত হবেন।   

        ওলগা

        তরুণ জিমন্যাস্ট ওলগা-র গল্প দর্শকদের কাছে তুলে ধরেছেন চলচ্চিত্র পরিচালক এলি গ্রাপে। তিনটি ভাষায় নির্মিত এই চলচ্চিত্রে ইউক্রেনের জিমন্যাস্ট ওলগার সুইৎজারল্যান্ডের নির্বাসিত জীবনের কথা তুলে ধরা হয়েছে। নতুন দেশ সুইৎজারল্যান্ডের জাতীয় ক্রীড়া কেন্দ্রে স্থান পাওয়ার জন্য ওলগার জীবন সংগ্রাম এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। নতুন দেশে, নতুন পরিবেশে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপে অংশ নেওয়ার জন্য ওলগার সংগ্রামের কথা দর্শকদের মনে নাড়া দেবে।

        ৫২তম ভারতের আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে খেলাধুলা সিনেমাকে কতটা প্রভাবিত করে তা এই ছবিগুলির মাধ্যমে প্রতিফলিত হবে।

 

CG/CB/NS

iffi reel

(Release ID: 1773590) Visitor Counter : 175