আদিবাসীবিষয়কমন্ত্রক

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে পঞ্চায়েত (তফশিল অঞ্চলের সম্প্রসারণ) আইন, ১৯৯৬ (পিইএসএ) চালু হওয়ার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে একদিনের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে

Posted On: 19 NOV 2021 12:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ নভেম্বর,  ২০২১
 
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে পঞ্চায়েত (তফশিল অঞ্চলের সম্প্রসারণ) আইন, ১৯৯৬ (পিইএসএ) চালু হওয়ার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে একদিনের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। আদিবাসী বিষয়ক মন্ত্রক এবং গ্রামোন্নয়নের জাতীয় প্রতিষ্ঠান ও পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সহযোগিতায় এই একদিনের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেছেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং। অনুষ্ঠানে আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা, পঞ্চায়েতি রাজ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী কপিল মোরেশ্বর পাটিল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
জাতীয় সম্মেলনের ভাষণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং জানান, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান ও তেলেঙ্গানা – এই ৬টি রাজ্যে পিইএসএ নিয়ম কার্যকর রয়েছে। ছত্তিশগড়, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ ও ওডিশায় এই বিধি কার্যকর করার প্রয়াস চলছে। শ্রী সিং জানান, গ্রাম পঞ্চায়েত স্তরে উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রকের মধ্যে সমন্বয়-সাধনের প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আদিবাসী এলাকার উন্নয়নের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। তাই, চলতি আর্থিক বছরের বাজেটে আদিবাসী বিষয়ক মন্ত্রককে ৭ হাজার ৫০০ কোটি টাকারও বেশি অর্থ প্রদান করা হয়েছে। ২০১৩-১৪ সালের তুলনায় চলতি আর্থিক বছরে আদিবাসী ছাত্রদের বৃত্তির পরিমাণ ৯৭৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৪৬ কোটি টাকা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিদিনই উপজাতি সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে রাজ্য সরকারগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 
 
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা জানান, আদিবাসী সম্প্রদায় অনাদিকাল থেকেই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আসছে। তাই, তাঁদের জীবন রক্ষার্থে এবং স্বার্থ ও অধিকার রক্ষায় সরকার একগুচ্ছ কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। উপজাতি এলাকায় বসবাসকারী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এবং তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বিষয় সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। শ্রী মুন্ডা রাজ্যগুলিকে স্থানীয় উদ্বেগ ও সমস্যাগুলির বিষয় মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে বিচার-বিবেচনা করার আবেদন জানান। তিনি পঞ্চায়েতি রাজ মন্ত্রক, উপজাতি বিষয়ক মন্ত্রক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের চালু করা প্রকল্পগুলি একত্রিত করে উপজাতিদের কল্যাণে কাজে লাগানোর ওপর জোর দেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল সহ একাধিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। 
 
CG/SS/SB


(Release ID: 1773587) Visitor Counter : 119


Read this release in: English , Urdu , Hindi , Punjabi