সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতী মীনাক্ষী লেখি বারানসীতে তিন দিনের "কাশী উৎসব"-এর সূচনা করেছেন

प्रविष्टि तिथि: 17 NOV 2021 4:48PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ নভেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতী মীনাক্ষী লেখি বারানসীতে তিন দিনের "কাশী উৎসব"-এর সূচনা করেছেন। কাশীর ঐতিহ্য ও সংস্কৃতি বিশেষ করে - গোস্বামী তুলসী দাস, সন্ত কবির, সন্ত রায়দাস, ভারতেন্দু হরিশচন্দ্র, মুন্সি প্রেমচাঁদ এবং শ্রী জয়শঙ্কর প্রসাদের মতো ব্যক্তিত্বদের কর্মকাণ্ড তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এবং উত্তর প্রদেশ সরকারের সহযোগিতায় আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে।
 
অনুষ্ঠানে ভাষণে কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতী মীনাক্ষী লেখি জানান, কাশী শহরে এই উৎসব এক স্মরণীয় ঘটনা। কাশী হলো লোক সঙ্গীত, বেদ, বিজ্ঞান ও জ্ঞানের পরিপূর্ণ স্থান। তিন দিনের এই উৎসবের উদ্দেশ্যই হলো এলাকার মানুষকে কাশীর সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তোলা। শ্রীমতী লেখি আরও জানান, এই উৎসবের মাধ্যমে এখানকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরা হবে। 
 
এবারের তিন দিনের কাশী উৎসবে প্রতিদিন একটি করে বিষয় ভাবনা থাকছে। প্রথম দিন সাহিত্যিক ব্যক্তিত্ব ভারতেন্দু হরিশচন্দ্র এবং শ্রী জয়ঙ্কর প্রসাদকে কেন্দ্র করে অনুষ্ঠান থাকছে। দ্বিতী দিন বিশিষ্ট কবি সন্ত রায়দাস এবং সন্ত কবির দাসকে ঘিরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৃতীয় দিন গোস্বামী তুলসী দাস এবং মুন্সি প্রেমচাঁদের জীবন ঘিরে নানান কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। এছাড়াও কাশী উৎসবে থাকছে পুস্তক প্রদর্শনীর ব্যবস্থা।
 
CG/SS/SKD/

(रिलीज़ आईडी: 1772787) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी