শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী পীযূষ গোয়েল বলেছেন ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে আগামীদিনে আকর্ষণীয় বিনিয়োগ স্থল হয়ে উঠবে

प्रविष्टि तिथि: 16 NOV 2021 3:24PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৬  নভেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য, উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, সিআইআই- আরনেস্ট অ্যান্ড ইয়ং-এর প্রতিবেদন অনুযায়ী ভারত আগামীদিনে সবথেকে আকর্ষণীয় বিনিয়োগ স্থল হয়ে উঠতে চলেছে। মন্ত্রী বলেন ২০২৫ সালের মধ্যে ভারতে ১২ হাজার থেকে ১৬ হাজার কোটি ডলারের বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত ৭ বছরে এদেশে রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো সক্রিয় নেতার কারণে দেশে কাঠামোগত সংস্কার অব্যাহত থাকবে বলে শ্রী গোয়েল আশা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সকলের কথা শুনে প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে সবসময় উৎসাহী। শ্রী গোয়েল আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুজাতিক সংস্থার বিষয়ে সিআইআই-এর জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখছিলেন।

শ্রী গোয়েল বলেন, আগে কাউকে বিনিয়োগ করতে বললে তিনি বলতেন ‘ভারতে কেন?’ এরপর পরিস্থিতির পরিবর্তন হয়ে বিনিয়োগকারীরা বলতেন ‘ভারতে কেন নয়!’ আর আজ তাঁরাই বলেন, ‘আমরা অবশ্যই ভারতে বিনিয়োগ করবো’। আজ ভারতে ৭১টি ইউনিকর্ন রয়েছে। নোকরি জবস্পিকের সূচক অনুযায়ী গতমাসে ভারতে ৪৩ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে  । এই হিসেব গত বছরের অক্টোবর মাসের সঙ্গে তুলনা করে করা হয়েছে। 

শ্রী গোয়েল জানিয়েছেন বিনিয়োগকারীদের সুবিধার জন্য জাতীয় স্তরে এক জানলা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এখানে ১৮টি কেন্দ্রীয় সরকারি দপ্তর ও ৯টি রাজ্য রয়েছে। বিনিয়োগকারীরা এখানে একবারেই সব ধরণের অনুমতি পান। এই ব্যবস্থায় ডিসেম্বরের মধ্যে আরও ১৪টি কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং ৫টি রাজ্য যুক্ত হবে। মন্ত্রী জানান বহুজাতিক সংস্থার স্বীকৃতি পাবার সব ধরণের উপাদান ভারতীয় সংস্থাগুলির রয়েছে। ভারতীয় বহুজাতিক সংস্থাগুলিকে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’র প্রচার করার জন্য তিনি উৎসাহিত করেন। ভারতের উন্নয়নের কথা এবং এদেশের সংস্কৃতি, মূল্যবোধ এইসব সংস্থাগুলির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পরবে। সরকার এবং শিল্পসংস্থার মধ্যে অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে শ্রী গোয়েল বলেছেন এরফলে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পাই এবং তা বিনিয়োগকা্রীদের বিভিন্ন চাহিদা পূরণ করতে সুবিধা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে মন্ত্রী বলেন সুপ্রশাসন সংস্কারকে ত্বরান্বিত করে। সারা বিশ্ব আজ ভারতের প্রশাসনের নতুন অধ্যায় উপলব্ধি করছে। তিনি বিনিয়োগকারীদের ভারতের যাত্রাপথের সঙ্গী হওয়ার অহ্বান জানিয়েছেন।  

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1772495) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam