প্রতিরক্ষামন্ত্রক
ইন্ডিয়া@75 বিআরও মোটরসাইকেল অভিযাত্রী দলের তৃতীয় পর্যায়ে শিলিগুড়ি থেকে দুম দুমা পর্যন্ত অভিযান সমাপ্ত; দলটি কলকাতার উদ্দেশ্যে রওনা
Posted On:
16 NOV 2021 2:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ নভেম্বর, ২০২১
ইন্ডিয়া@75 বিআরও মোটরসাইকেল অভিযানের তৃতীয় পর্যায় সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। এই পর্যায়ে মোটরসাইকেল অভিযাত্রী দলটি ১১ দিনের কম সময়ে ২,৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত ১৪ নভেম্বর আসামের দুম দুমা পৌঁছায়। উল্লেখ করা যেতে পারে, গত ৫ নভেম্বর শিলিগুড়ি থেকে এই মোটরসাইকেল অভিযানের যাত্রা সূচনা হয়। সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) এবং ভারতীয় সেনার ১৭ জনকে নিয়ে গঠিত এই অভিযাত্রী দলটি সিকিম, আসাম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা অতিক্রম করে গত ১৪ তরিখ দুম দুমা পৌঁছায়।
এই অভিযাত্রী দলের সদস্যরা যাত্রা শুরুর প্রথম দিনেই সমুদ্র পৃষ্ঠ থেকে ১৪ হাজার ৫১ ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের নাথু লা পৌঁছে যায়। এরপর গ্যাংটকে ১ দিন বিশ্রাম নিয়ে পরদিন সেখান থেকে যাত্রা শুরু করে কালিম্পং, হাসিমারা, গোয়াহাটি, তেজপুর, ইটানগর, পাসিঘাট হয়ে অবশেষে দুম দুমা পৌঁছে যায়।
যাত্রাপথে অভিযাত্রী দলের সদস্যরা বিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া ও এনসিসি ক্যাডেটদের সঙ্গে মিলিত হয়ে তাদের দেশ গঠনে অবদান রাখার জন্য উৎসাহিত করেন। এরপর অভিযাত্রী দলটি ইটানগরে রাজভবন থেকে পুনরায় যাত্রা শুরু করে। সেখানে অরুণাচল প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী অভিযাত্রী দলের যাত্রা সূচনা করেন।
উল্লেখ করা যেতে পারে, নতুন দিল্লি থেকে এই অভিযাত্রী দলের যাত্রা শুরু হওয়ার পর ইতিমধ্যেই এক মাস পূর্ণ হয়েছে। অভিযাত্রী দলটি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করে অবশেষে শিলিগুড়ি এসে পৌঁছায়। শিলিগুড়ি থেকে এই মোটরসাইকেল অভিযাত্রী দল কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আগামী ২৭ নভেম্বর দলটি কলকাতায় এসে পৌঁছোবে। নতুন দিল্লিতে গত ১৪ অক্টোবর প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং অভিযাত্রী দলের প্রথম পর্যায়ের যাত্রা সূচনা করেন। সুদীর্ঘ ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দলটি অবশেষে শিলিগুড়ি পৌঁছায়।
CG/BD/AS/
(Release ID: 1772429)