আদিবাসীবিষয়কমন্ত্রক

দেশ জুড়ে জনজাতি গৌরব দিবস উদযাপিত

Posted On: 16 NOV 2021 12:47PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬  নভেম্বর, ২০২১
 
    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গতকাল দেশ ব্যাপী জনজাতি গৌরব দিবস উদযাপিত হয়েছে। ভগবান বীরসা মুন্ডার জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে ঝাড়খন্ডের খুন্তির উলিহাতুতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানান সামাজিক কর্মকান্ডের আয়োজন করা হয়। আগামী প্রজন্ম যাতে ভগবান বীরসা মুন্ডার আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে তারজন্য সরকার ১৫ নভেম্বর দিনটি বীর উপজাতি মুক্তি যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপনের কথা ঘোষণা করেছে। সমগ্র দেশ বীরসা মুন্ডাকে উপজাতি সম্প্রদায়ের ভগবান হিসেবে সম্মান প্রদান করে থাকে। 
    প্রধানমন্ত্রী গতকাল রাঁচিতে ভগবান বীরসা মুন্ডা স্মৃতি উদ্যান তথা স্বাধীনতা সংগ্রামীদের জাদুঘরের উদ্বোধন করেছেন। ভগবান বীরসা মুন্ডার ১৪৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশজুড়ে ১৫ থেকে ২২ নভেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী নানান অনুষ্ঠানের সূচনা করেছেন। গতকাল প্রধানমন্ত্রী নতুন দিল্লীর সংসদ ভবন প্রাঙ্গনে ভগবান বীরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষকে একত্রিত হওয়া এবং দেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশ গঠনে উপজাতি সম্প্রদায়ের অবদানকে তুলে ধরার জন্য আহ্বান জানান। তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে সাহসী উপজাতি মুক্তি যোদ্ধাদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরেন। 
    উপজাতি বিষয়ক মন্ত্রক এখনও পর্যন্ত উপজাতি মুক্তি যোদ্ধাদের স্মরণে ১০টি জাদুঘর নির্মাণে অনুমোদন দিয়েছে। পাশাপাশি উপজাতি বিষয়ক মন্ত্রক রাজ্য উপজাতি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে উপজাতি স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য যথাযোগ্য মর্যাদায় জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে। এই উপলক্ষ্যে সারা দেশে ২৭টি রাজ্য উপজাতি গবেষণা প্রতিষ্ঠানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গতকাল ভার্চুয়াল মাধ্যমে রাঁচিতে ভগবান বীরসা মুন্ডার জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বীরসা মুন্ডা স্মারক উদ্যান তথা স্বাধীনতা সংগ্রামীদের জাদুঘর উদ্বোধন করে জানান স্বাধীনতা সংগ্রামের উপজাতি সম্প্রদায়ের আত্মত্যাগ চিরস্মরণীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা, শ্রী জি কিষাণ রেড্ডি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন, রাজ্যপাল সহ অন্যান্য ব্যক্তিরা। এরপর প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের ভোপালে জাম্বোরি ময়দানে অনুষ্ঠানে জনজাতি গৌরব দিবসের মহা-সম্মেলনে যোগ দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন প্রদর্শনীর উদ্বোধন করেন এবং উপজাতি সম্প্রদায়ের তৈরি বিভিন্ন পণ্যের সম্ভার ঘুরে দেখেন। শ্রী মোদী গতকাল দেশজুড়ে ৫০টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গতকাল কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা একাধিক অনুষ্ঠানে অংশ নেন। জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশে পাঁচ দিন ব্যাপি রাজ্যস্তরীয় উপজাতি হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। ছত্তিশগড়েও এই ধরণের মেলার আয়োজন করা হয়েছে। গুজরাটে ঐতিহ্যবাহী উপজাতি শিল্প ও হস্তশিল্প মেলা আয়োজিত হয়েছে। কেরালায় বন অধিকার আইনের বিষয়ে কর্মশালারও আয়োজন করা হয়েছে। এছাড়াও রাজস্থান, ওড়িশা, নাগাল্যান্ড, মিজোরাম, তামিলনাডু়তেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
 
CG/SS/NS


(Release ID: 1772419) Visitor Counter : 256


Read this release in: English , Urdu , Hindi , Marathi