আইনওবিচারমন্ত্রক
শ্রী কিরেণ রিজিজু নাগরিকদের মোবাইল-ভিত্তিক আইনি সহায়তা প্রদানে ‘সিটিজেন্স্ টেলি-ল মোবাইল অ্যাপ’ – এর সূচনা করেছেন
Posted On:
13 NOV 2021 2:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২১
কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু নাগরিক-ভিত্তিক আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সিটিজেন্স্ টেলি-ল মোবাইল অ্যাপ’ – এর সূচনা করেছেন। অনুষ্ঠানে মন্ত্রকের প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ন্যায় বিচার দপ্তর ৮-১৪ নভেম্বর আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। এরই অঙ্গ হিসাবে এই মোবাইল অ্যাপের সূচনা করা হয়েছে।
অনুষ্ঠানে শ্রী রিজিজু জানান, ডিজিটাল ইন্ডিয়া ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গীর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া স্কিমের আওতায় ই-ইন্টারফেস প্ল্যাটফর্মে এই টেলি-ল মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বলেও তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এর মূল লক্ষ্যই হ’ল – সবকা প্রয়াস ও সবকা ন্যায় অর্জন নিশ্চিত করা। শ্রী রিজিজু বলেন, দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষকে স্মরণে রেখে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৭৫ হাজার গ্রাম পঞ্চায়েতে এই টেলি আইন পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তিনি আইনজীবীদের এই টেলি আইন অ্যাপ এবং আইনি সহায়তায় বিষয়ে প্রচারের জন্য এগিয়ে আসার আবেদন জানান। এই সিটিজেন্স টেলি-ল মোবাইল অ্যাপ ডাউনলোড করার বিষয়ে উৎসাহ যোগান তিনি। অনুষ্ঠানে মন্ত্রকের প্রতিমন্ত্রী, ন্যায় বিচার দপ্তরের সচিব বক্তব্য রাখেন।
CG/SS/SB
(Release ID: 1771546)
Visitor Counter : 261