অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

৭টি রাজ্য ২০২১-২২ অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত নির্ধারিত মূলধন ব্যয়ের লক্ষ্য পূরণ করতে পেরেছে

Posted On: 12 NOV 2021 4:51PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১২ নভেম্বর, ২০২১
 
 
অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৭টি রাজ্য ২০২১-২২ অর্থ বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত নির্ধারিত মূলধন ব্যয়ের লক্ষ্য পূরণ করতে পেরেছে। এই ৭টি রাজ্য হলো ছত্তিশগড়, কেরালা, মধ্যপ্রদেশ, মেঘালয়, পাঞ্জাব, রাজস্থান এবং তেলেঙ্গানা। এর ফলস্বরূপ অর্থ মন্ত্রকের আওতাধীন ব্যয় বরাদ্দ দফতর এই ৭টি রাজ্যকে অতিরিক্ত ১৬ হাজার ৬৯১ কোটি টাকা ঋণ দেওয়ার অনুমতি দিয়েছে। এর মধ্যে ছত্তিশগড় ৮৯৫, কেরালা ২ হাজার ২৫৬, মধ্যপ্রদেশ ২ হাজার ৫৯০, মেঘালয় ৯৬, পাঞ্জাব ২ হাজার ৮৬৯, রাজস্থান ২ হাজার ৫৯৩ এবং তেলেঙ্গানা ৫ হাজার ৩৯২ কোটি টাকা পাবে। এই অতিরিক্ত আর্থিক সংস্থান রাজ্যগুলিকে তাদের মূলধনী ব্যয় আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
 
এই ঋণ গ্রহণে যোগ্য হওয়ার জন্য ২০২১-২২ অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিক শেষ হওয়ার মধ্যে কমপক্ষে ১৫ শতাংশ নির্ধারিত লক্ষ্য অর্জন করার শর্ত দেওয়া হয়। একইভাবে দ্বিতীয় ত্রৈমাসিক শেষে ৪৫ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিক শেষে ৭০ শতাংশ এবং ২০২২-এর ৩১ মার্চের মধ্যে ১০০ শতাংশ লক্ষ্য অর্জন করতে বলা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম রাউন্ডের পর্যালোচনার পর দেখা গেছে ২০২১-২২ অর্থ বর্ষে প্রথম ত্রৈমাসিকে নির্ধারিত মূলধনী ব্যয়ের লক্ষ্য পূরণ করেছে ১১টি রাজ্য।তাদের ১৫ হাজার ৭২১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। একইভাবে দ্বিতীয় রাউন্ড পর্যালোচনার পর অতিরিক্ত ৩২ হাজার ৪১২ কোটি টাকা মঞ্জুর করা হয় এই রাজ্যগুলিকে। ২০২১-২২ অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকে রাজ্যগুলির মূলধনী ব্যয়ের ভিত্তিতে ২০২২ সালের মার্চ মাসে তৃতীয় দফা পর্যালোচনা করে দেখা হবে। ২০২২ সালের জুন মাসে রাজ্যগুলির প্রকৃত মূলধনী ব্যয় চূড়ান্ত করা হবে। 
 
 
CG/SS/SKD/

(Release ID: 1771500) Visitor Counter : 180