ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

আংশিক চন্দ্রগ্রহণ আগামী ১৯ নভেম্বর, ভারতের দু-একটি জায়গা থেকে দেখা যাবে

Posted On: 11 NOV 2021 5:04PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২১
 
 
আগামী ১৯ নভেম্বর আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে। ভারত থেকে চন্দ্রোদয়ের পর গ্রহণের একেবারে শেষ অংশ খুব অল্প সময়ের জন্য দু-একটি জায়গা থেকে দেখা যাবে। দেশে মূলত উত্তর পূর্বের অরুণাচলপ্রদেশ ও আসাম থেকে এই চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। 
 
ভারতীয় আবহাওয়া বিভাগের সূত্র অনুযায়ী এই চন্দ্রগ্রহণ পশ্চিম আফ্রিকা, পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকেও দেখা যাবে।  
 
আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় বেলা ১২টা ৪৮ মিনিটে। এই চন্দ্রগ্রহণ শেষ হবে বিকেল ৪টে ১৭ মিনিট নাগাদ। 
 
পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে আগামী বছর ৮ নভেম্বর। পূর্ণিমার দিন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। সূর্য এবং চন্দ্রের মধ্যে পৃথিবী যখন মাঝখানে এসে সমান্তরাল রেখায় আবস্থান করে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর ছায়া পুরো চন্দ্রের ওপর পড়লেই পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। অবশ্য, পৃথিবীর ছায়া আংশিক ভাবে চাঁদের ওপর পড়লে তখন আংশিক চন্দ্রগ্রহণ হয়ে থাকে। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1771065) Visitor Counter : 209