স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

प्रविष्टि तिथि: 11 NOV 2021 9:31AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২১

 

দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১১০ কোটি ২৩ লক্ষ টিকা দেওয়া হয়েছে।                    

ভারতে নতুন করে  গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১৩,০৯১ জন।

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.২৫%। ২০২০’র মার্চের পর এই হার সর্বোচ্চ।                 

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ১৩ হাজার ৮৭৮ জন।  

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৯২৫ জন।              

মোট সংক্রমিতের ১%র কম, মাত্র ০.৪% এখন চিকিৎসাধীন। ২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৬ জন।        

দৈনিক সংক্রমিতের হার গত ৩৮ দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ১.১%।

সাপ্তাহিক সংক্রমিতের হার ৪৮ দিন ধরে ২ শতাংশের নিচে রয়েছে, বর্তমানে ১.১৮%।   

মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ কোটি ৯৯ লক্ষ।

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1770968) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam