কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

লখনৌতে আগামীকাল থেকে "রাজ্য জনপ্রশাসনিক সংস্থা গুলিকে শক্তিশালী করা" সম্পর্কিত দুদিনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে


ভবিষ্যতে জন সমস্যার সমাধান গুলির জন্য জাতীয় এবং রাজ্য স্তরের প্রশিক্ষণ সংস্থাগুলিকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য সম্মেলনে আলোচনা করা হবে

Posted On: 10 NOV 2021 4:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ নভেম্বর, ২০২১
 
 
প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ সংক্রান্ত বিভাগ, ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এন্ড পাবলিক গ্রিইভান্সেস, উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায়  "রাজ্য জনপ্রশাসনিক সংস্থা গুলিকে শক্তিশালী করা" সম্পর্কিত বিষয়ে আগামীকাল থেকে দু-দিনের আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে। লখনৌতে সেমি ভার্চুয়াল মোডে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এই সম্মেলনের উদ্বোধন করবেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, উত্তর প্রদেশ সরকারের মুখ্য সচিব শ্রী রাজেন্দ্র কুমার তিওয়ারি, ওই সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তরের সচিব শ্রী সঞ্জয় সিং এবং ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারম্যান শ্রী আদিল জয়নুল ভাই।
 
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর মহানির্দেশক শ্রী সুরেন্দ্র নাথ ত্রিপাঠী "অনুষদের সক্ষমতা বৃদ্ধি" বিষয়ে প্রাক- উদ্বোধন অধিবেশন-১ এর সভাপতিত্ব করবেন। শ্রী পারভীন পরদেশী, সদস্য ( প্রশাসন) ক্যাপাসিটি বিল্ডিং কমিশন, প্রাক উদ্বোধনী অধিবেশন- ২ এর সভাপতিত্বে করবেন। এই অধিবেশনে "জীবনযাত্রার মানোন্নয়নের জন্য ভবিষ্যৎ জন সমাধানের রূপান্তর করণ" বিষয়ে আলোচনা করা হবে।
 
সম্মেলনের দ্বিতীয় দিনে, "মিশন কর্মযোগী এবং প্রশিক্ষণের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি" এই বিষয়ের ওপর উপস্থাপনা করা হবে। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারম্যান শ্রী আদিল জয়নুল ভাই।
 
এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে, একই জাতীয় এবং রাজ্য স্তরের প্রশিক্ষণ কেন্দ্র গুলিকে একই প্লাটফর্মে নিয়ে আসা। যাতে জীবনের মানোন্নয়ণ এবং ভবিষ্যতে জন অভিযোগের সমাধানের জন্য গভর্নেন্স -এর উদীয়মান প্রয়োজনীয়তা গুলিকে ভাগ করে নেওয়া যায়। "মিশন কর্মযোগীর" লক্ষ্য হিসাবে ক্রমাগত সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশাসনিক সংস্থা গুলির মধ্যে সমন্বয় আনা প্রয়োজন। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আধা ভার্চুয়াল মোডে এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনটি আসলে নাগরিক কেন্দ্রিক শাসনের সুবিধার্থে প্রশাসনিক প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সর্বোত্তম অনুশীলনের প্রয়োজনীয়তা এবং বাস্তবায়নের অভিজ্ঞতা ভাগ করার জন্য একটি সাধারন প্লাটফর্ম তৈরির প্রচেষ্টা বলা যায়। ই-গভর্নেন্স হচ্ছে, সবচেয়ে স্বচ্ছ এবং নাগরিক বান্ধব প্রশাসনের মাধ্যমে উন্নত পরিষেবা প্রদান করা।
 
 
CG/ SB


(Release ID: 1770794) Visitor Counter : 148


Read this release in: Hindi , Urdu , English