কয়লামন্ত্রক

চলতি অর্থবর্ষে নন কোকিং কয়লা আমদানি লক্ষ্যণীয়হারে হ্রাস পেয়েছে

Posted On: 09 NOV 2021 5:33PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ০৯ নভেম্বর, ২০২১
 
 
দেশে কয়লা উৎপাদন এবং কয়লার চাহিদার মধ্যে ফারাক মেটাতে ভারত কয়লা আমদানি করে থাকে। কোকিং কয়লা মূলত ইস্পাত ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেশে এই কয়লার যোগান কম থাকার দরুণ আমদানি করতে হয়। তবে, এধরণের কয়লা আমদানি অধিকাংশ ক্ষেত্রেই বিকল্পহীন। যদিও কোকিং কয়লার আমদানি বিকল্পহীন, তথাপি সরকার আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরণের নন কোকিং কয়লার আমদানি চলতি অর্থবর্ষে হ্রাস করতে একাধিক পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে শিল্প ক্ষেত্রে হাইগ্রেড জিসিভি থার্মাল কোল এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে লোগ্রেড জিসিভি থার্মাল কোল ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে।
 
২০২১-২২ অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে অর্থাৎ গত আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন ধরণের নন কোকিং কয়লার আমদানি পূর্ববর্তী অর্থবর্ষের আলোচ্য সময়ে ৮৪.৪৪ মেট্রিক টন থেকে হ্রাস পেয়ে ৭০.৮৫ মেট্রিক টন হয়েছে। আমদানির নিরিখে চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে বিভিন্ন ধরণের নন কোকিং কয়লার আমদানি ১৬.০৯ শতাংশ হ্রাস পেয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত নীতি নির্দেশিকার দরুণ শিল্পোৎপাদন ব্যাপকভাবে প্রভাবিত হলেও নন কোকিং কয়লা আমদানি ২১ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে বলে দেখা গেছে। 
 
বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহৃত লোগ্রেড জিসিভি নন কোকিং কয়লা আমদানি লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে। ২০২১-২২ অর্থবর্ষের আগস্ট পর্যন্ত এই গ্রেডের কয়লা আমদানি পূর্ববর্তী অর্থ বর্ষের একই সময়ের তুলনায় প্রায় ৪৭ শতাংশ হ্রাস পেয়ে ১৫.২৪ মেট্রিক টন হয়েছে। চলতি অর্থবর্ষে নন কোকিং কয়লার আমদানি লক্ষ্যণীয়হারে হ্রাস পাওয়ায় গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়ে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৯৪.১৫ মেট্রিক টন। ২০১৯-২০ অর্থবর্ষে আলোচ্য সময়ে এই আমদানির পরিমাণ ছিল ১০৭ কোটি মেট্রিক টনের বেশি, যা এবার প্রায় ১২ শতাংশ কমেছে। নন কোকিং কয়লার আমদানি লক্ষ্যণীয়হারে হ্রাস পাওয়ায় অর্থ সাশ্রয় হয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে এধরণের কয়লার দামও বেড়েছে। 
 
চলতি অর্থবর্ষে আগস্ট পর্যন্ত দেশে কয়লা সরবরাহের পরিমাণ গত অর্থবর্ষের আলোচ্য মাসের তুলনায় ৯.৪৪ শতাংশ বেড়ে ৩১৭.৬৯ মেট্রিক টন হয়েছে। একাধিক খনি এলাকায় এবছর অভূতপূর্ব বৃষ্টি সত্ত্বেও কয়লা সরবরাহে লক্ষ্যণীয় অগ্রগতি ঘটেছে। দেশে কয়লা উৎপাদন ও যোগান বাড়াতে সরকারের সবরকম প্রয়াস অব্যাহত রয়েছে। রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া ও অন্যান্য কয়লা উৎপাদনকারী ইউনিটগুলি দেশে কয়লার উত্তোলন বাড়াতে পুরোদমে প্রস্তুত। 
 
CG/BD/SKD/


(Release ID: 1770410) Visitor Counter : 162


Read this release in: English , Urdu , Marathi , Hindi