গ্রামোন্নয়নমন্ত্রক

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে দেশজুড়ে মহাত্মা গান্ধী নারেগা উদ্যোগের আওতায় ক্লিন গ্রীণ ভিলেজ সপ্তাহ উদযাপন

Posted On: 09 NOV 2021 4:13PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ০৯ নভেম্বর, ২০২১
 
 
সুদীর্ঘ ৭৫ সপ্তাহ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মহাত্মা গান্ধী নারেগা উদ্যোগের আওতায় সপ্তাহব্যাপী ক্লিন গ্রীণ ভিলেজ বা পরিচ্ছন্ন সবুজায়িত গ্রাম কর্মসূচির আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে সোক পিট চিহ্নিতকরণ ও নির্মাণ, কেঁচো সার উৎপাদন এবং বর্জ্য থেকে সম্পদ সৃষ্টির মতো বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, সহজেই পরিবেশের সঙ্গে মিশে যায় না এমন বর্জ্যের ব্যবহার প্রভৃতির বিষয় নিয়ে কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
 
সারা দেশজুড়ে গ্রামবাসীরা উৎসাহের সঙ্গে ক্লিন গ্রীণ ভিলেজ উদ্যোগে অংশ নেন। বহু গ্রাম পঞ্চায়েতে সপ্তাহব্যাপী সভা-সমিতি এবং হাতে কলমে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এধরণের ১ হাজার ৯৭০টি শিবিরে আড়াই হাজারের বেশি বর্জ্য থেকে সম্পদ সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে সারা সপ্তাহ জুড়ে ৮ হাজার ৮০০টিরও বেশি সোক পিট এবং ২ হাজার ২০০টির বেশি কেঁচো সার উৎপাদন ইউনিটের কাজ সমাপ্ত হয়েছে।
 
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ কর্মসূচি (এমজিএনআরইজিএস) মাধ্যমে গ্রামগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজায়িত করে তুলতে গ্রাম পঞ্চায়েতগুলিকে উৎসাহিত করছে। মন্ত্রক এই কর্মসূচিতে সোক পিট নির্মাণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, কেঁচো সার উৎপাদন, পয়ঃপ্রণালী ব্যবস্থা, বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শৌচাগার নির্মাণ ও গ্রামীণ নর্দমা তথা বর্জ্য জল জমা হওয়ার জলাশয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
 
 
CG/BD/SKD/


(Release ID: 1770407) Visitor Counter : 184