তথ্যওসম্প্রচারমন্ত্রক

নিউজ অন এআইআর রেডিও লাইভ স্ট্রিমের আন্তর্জাতিক ক্রমতালিকা

Posted On: 09 NOV 2021 11:53AM by PIB Kolkata

নয়াদিল্লী,  ৯ নভেম্বর, ২০২১

 

আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিম অনুষ্ঠান শোনার ক্ষেত্রে সর্বশেষ আন্তর্জাতিক ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় পাকিস্তান  ও সৌদি আরব প্রথম দশে জায়গা করে নিয়েছে। প্রথমবারের মতো পাকিস্তান এই তালিকায় ঢুকলো। তবে নিউজিল্যান্ড ও কুয়েত তালিকা থেকে বেরিয়ে গেছে।

ভারত ছাড়া আকাশবাণীর লাইভ স্ট্রিমে অনুষ্ঠান শোনার জনপ্রিয়তার নিরিখে এআইআর নিউজ ২৪X৭, এফএম রেনবো মুম্বাই, অস্মিতা মুম্বাই, আকাশবাণী পাঞ্জাবীর অনুষ্ঠান প্রথম দশে জায়গা করে নিলেও রেডিও কন্নড কামানবিলু, আকাশবাণী রাগম, আকাশবাণী কোচি এফএম রেনবো এবং আকাশবাণীর তামিল অনুষ্ঠান বেরিয়ে গেছে।

পাকিস্তানে বিবিধ ভারতী ন্যাশনাল, এফএম রেনবো মুম্বাই, ওয়ার্ল্ড সার্ভিস ১, আকাশবাণী পাঞ্জাবী, আকাশবাণী তিরুপতি, আকাশবাণী সুরাটগড়, এআইআর নিউজ ২৪X৭, আকাশবাণী কাশ্মীর এবং এফএম রেনবো দিল্লী যথেষ্ট জনপ্রিয়। নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আকাশবাণীর ২৪০টি বিভাগের অনুষ্ঠান সম্প্রচারিত হয়। প্রসার ভারতীর সরকারি অ্যাপটিতে শুধুমাত্র ভারতেই নয় পৃথিবীর ৮৫টি দেশে ৮ হাজার শহরে এই অনুষ্ঠানগুলি শুনতে পাওয়া যায়। ১২ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ক্রমতালিকা তৈরি করা হয়েছে।  

 

CG/CB/NS



(Release ID: 1770304) Visitor Counter : 131