স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১০৭ কোটি ৯২ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২৩ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এযাবৎ সর্বাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০, যা ২৫৫ দিনে সর্বনিম্ন

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.২৭ শতাংশ, যা গত ৪৩ দিন ২ শতাংশের নীচে

Posted On: 06 NOV 2021 9:48AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ নভেম্বর, ২০২১


দেশে গত ২৪ ঘন্টায় ২০ লক্ষ ৭৫ হাজার ৯৪২টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১০৭ কোটি ৯২ লক্ষ ১৯ হাজার ৫৪৬

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৩,৭৯,৫৩০

দ্বিতীয় ডোজ

৯২,৫৬,২২৫

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৩,৭২,৪০২

দ্বিতীয় ডোজ

,৬০,১২,০০৩

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৪২,৩৩,৪৯,৮১২

দ্বিতীয় ডোজ

১৪,৮৯,৩৮,৪১২

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৭,৬০,৮৮,৩৭৫

দ্বিতীয় ডোজ

,৮৫,৪০,১৮০

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১১,০৪,৫৫,০১৬

দ্বিতীয় ডোজ

,৭৮,২৭,৫৯১

মোট

,০৭,৯২,১৯,৫৪৬

দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ৫০৯ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৩৭ হাজার ৪৬৮

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২৩ শতাংশ

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লাগাতার সমন্বয় মূলক প্রয়াসের ফলে দৈনিক ভিত্তিতে আক্রান্তের সংখ্যা গত ১৩২ দিন ৫০ হাজারের নিচে রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০, যা ২৫৫ দিনে সর্বনিম্নএরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ০.৪৩ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বনিম্ন।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ১০ হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৬১ কোটি ৩৯ লক্ষ ৬৫ হাজার ৭৫১।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২৭ শতাংশ, যা গত ৪৩ দিন ২ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৩৫ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৩৩ দিন ২ শতাংশের নীচে এবং ৬৮ দিন ৩ শতাংশের নিচে রয়েছে


CG/BD/AS/




(Release ID: 1769758) Visitor Counter : 139