সারওরসায়নমন্ত্রক
একাদশ জাতীয় পেট্রো-রসায়ন পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান
Posted On:
03 NOV 2021 4:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ নভেম্বর, ২০২১
কেন্দ্রীয় সরকার ২০০৭-এর এপ্রিলে জাতীয় পেট্রো-রসায়ন নীতি ঘোষণা করে। এই নীতিতে মূল্য সংযুক্ত ব্যবস্থা, উৎকৃষ্টমানের পেট্রো-রসায়ন পণ্য উৎপাদন এবং পরিবেশ-বান্ধব প্রক্রিয়া ও প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে পণ্য সামগ্রীর দাম নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নতুন পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে দীর্ঘস্থায়ী ভিত্তিতে পেট্রো-রসায়ন ক্ষেত্রের উন্নয়নের বিষয়টিও নীতিতে অগ্রাধিকার পায়।
রসায়ন ও সার দপ্তরের পক্ষ থেকে জাতীয় স্তরে পেট্রো-রসায়ন পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই পুরস্কার প্রবর্তনের উদ্দেশ্য হল, পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক ও শিল্পপতিদের সৃজনশীল উদ্যোগকে স্বীকৃতি দেওয়া।
কেন্দ্রীয় রসায়ন ও পেট্রো-রসায়ন দপ্তর ২০২০-২১-এ ১৩টি ভিন্ন ভিন্ন বিভাগে জাতীয় পেট্রো-রসায়ন পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর।
CG/BD/AS/
(Release ID: 1769604)
Visitor Counter : 199