শিল্পওবাণিজ্যমন্ত্রক

হোয়াইটস গুডস পণ্য সামগ্রীর জন্য পিএলআই কর্মসূচির আওতায় ৪২টি সংস্থা চিহ্নিত

Posted On: 03 NOV 2021 5:09PM by PIB Kolkata
 নতুন দিল্লি, ৩ নভেম্বর, ২০২১
 
 
প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের প্রয়াসকে সামনে রেখে ভারতের সার্বিক অগ্রগতি তথা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উৎপাদন ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ৯৭ হাজার ২৯১ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ১৩টি ক্ষেত্রের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা (পিএলআই) কর্মসূচি চালু করেছে। কেন্দ্রীয় শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর সমস্ত উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচি রূপায়ণে তত্ত্বাবধান করছে। এই দপ্তর হোয়াইটস গুডস বা এয়ার কন্ডিশনার ও এলইডি লাইট উৎপাদন ক্ষেত্রে পিএলআই কর্মসূচি রূপায়ণের প্রধান দায়িত্বে রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে হোয়াইট গুডস ক্ষেত্রে ৬ হাজার ২৩৮ কোটি টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে। 
 
উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গত ৭ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হোয়াইট গুডস সামগ্রী উৎপাদন ক্ষেত্রে পিএলআই কর্মসূচি কার্যকর করার জন্য শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের প্রস্তাব অনুমোদিত হয়। দপ্তরের এই প্রস্তাবের প্রেক্ষিতে পিএলআই কর্মসূচি ২০২১-২২ থেকে ২০২৮-২৯ অর্থবর্ষ পর্যন্ত ৭ বছর মেয়াদে রূপায়িত হবে। কর্মসূচি খাতে এয়ার কন্ডিশনার ও এলইডি লাইট উৎপাদনে ৬ হাজার ২৩৮ কোটি টাকা উৎসাহ ভাতা দেওয়ার সংস্থান রয়েছে। শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর গত চৌঠা জুন এই কর্মসূচির নীতি-নির্দেশিকা প্রকাশ করে। এরপর, গত ১৬ আগস্ট নীতি-নির্দেশিকায় কিছু সংশোধন করা হয়। এই প্রেক্ষিতে কর্মসূচির সুবিধা গ্রহণকারীদের জন্য ২০২২-এর মার্চ থেকে ২০২৩-এর মার্চ পর্যন্ত ছাড় সুবিধা দেওয়া হয়েছে। 
 
কর্মসূচির সুবিধা গ্রহণের জন্য গত ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সময় স্থির হয়। মোট ৫২টি সংস্থা এই কর্মসূচির সুবিধা গ্রহণে আবেদনপত্র জমা দেয়। সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি খাতে তারা ৫ হাজার ৮৫৮ কোটি টাকা বিনিয়োগ করবে। জমা পড়া আবেদনপত্রগুলি খতিয়ে দেখার পর ৪২টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। এই সংস্থাগুলি পিএলআই কর্মসূচির আওতায় সুবিধাভোগী সংস্থা হিসেবে ৪ হাজার ৬১৪ কোটি টাকা বিনিয়োগের অঙ্গীকার করেছে। এই ৪২টি সংস্থার মধ্যে ২৬টি এয়ার কন্ডিশনার উৎপাদক সংস্থা ৩ হাজার ৮৯৮ কোটি টাকা এবং ১৬টি এলইডি লাইট উৎপাদক সংস্থা ৭১৬ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।  
 
 
CG/BD/AS/


(Release ID: 1769601) Visitor Counter : 182


Read this release in: English , Urdu , Hindi , Telugu