অর্থমন্ত্রক
চেন্নাইয়ে সুসংহত উপায়ে শহরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের জন্য আর্থিক সহায়তায় ভারত এবং এশীয় উন্নয়ন ব্যাঙ্কের মধ্যে ২৫১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত
Posted On:
28 OCT 2021 4:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২১
চেন্নাই-কোসাথালাইয়ার অববাহিকায় সুসংহত উপায়ে শহরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা গড়ে তোলা, জলবায়ু পরিবর্তন রোধ ও চেন্নাই শহরে বন্যা মোকাবিলা ব্যবস্থাপনা জোরদার করে তোলার জন্য ভারত এবং এশীয় উন্নয়ন ব্যাঙ্কের মধ্যে আজ ২৫১ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ঋণ সহায়তায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রকের আর্থিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব শ্রী রজত কুমার মিশ্র। তিনি চেন্নাই-কোসাথালাইয়ার অববাহিকা প্রকল্পের জন্য সুসংহত উপায়ে শহরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই চুক্তি স্বাক্ষর করেছেন। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাঙ্কের পক্ষ থেকে ভারতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী টোকিও কোনিশি এই চুক্তি স্বাক্ষর করেন। ঋণ চুক্তি স্বাক্ষরের পর শ্রী মিশ্র জানান, এই আর্থিক সহায়তা চেন্নাই-কোসাথালাইয়ার অববাহিকার বাসিন্দাদের ঘন ঘন বন্যার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বন্যার কারণে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। শ্রী মিশ্র আরও বলেন, দুর্যোগ মোকাবিলা পরিকাঠামো গঠন সম্ভব হলে আগামী দিনে বন্যার পাশাপাশি ঘূর্ণিঝড়ের জেরে প্রাণহানির মতো ঘটনা এড়ানো যাবে। এমনকি এই আর্থিক সহায়তা চেন্নাই-কোসাথালাইয়ার অববাহিকা অঞ্চলে পরিবেশ রক্ষা করতে বিশেষ সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করেন। মিঃ কোনিশি জানান, এই প্রকল্পে বন্যা মোকাবিলায় সুরক্ষা পরিকাঠামো তৈরি করা হবে এবং একই সঙ্গে গ্রেটার চেন্নাই কর্পোরেশন ও চেন্নাইকে আরও সাধারণ মানুষের বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করে তোলার পরিকল্পনা গ্রহণে সাহায্য করবে। তিনি আরও বলেন, ভারতের একাধিক শহর দুর্যোগ কবলিত। এই সমস্যা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
চেন্নাইয়ে দ্রুত নগরায়ণ ঘটেছে। তাই এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তন রোধ করে শহরাঞ্চলে বন্যা মোকাবিলায় সুরক্ষা পরিকাঠামো নির্মাণে বিশেষ সাহায্য করবে। এই প্রকল্পের মাধ্যমে ৫৮৮ কিলোমিটার দীর্ঘ জল নিকাশি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এছাড়াও পাম্পস্টোর স্টেশনগুলিরও উন্নতিসাধন করা হবে। দুর্যোগ মোকাবিলায় চারটি ত্রাণ শিবির নির্মাণ করা হবে। পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এবিষয়ে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পটি আগামী দিনে চেন্নাইয়ের নাগরিকদের সুস্থায়ী ও মান সম্পন্ন পৌর পরিষেবা গ্রহণে বিশেষ সাহায্য করবে।
CG/SS/SKD/
(Release ID: 1767668)
Visitor Counter : 207